Ajker Patrika

বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১ 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮: ০০
বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১ 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে উপজেলার বারিউড়া এলাকায়। নিহত ব্যক্তির নাম দুলো মিয়া ভূঁইয়া (৬০)। 

নিহত দুলো মিয়া ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতালপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে। 

এ দুর্ঘটনায় আহতেরা হলেন হানিফ ভূঁইয়া (৩০), দীন ইসলাম (২৬), জাবেদ মিয়া (২৮) ও নাজমুল হোসেন (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে দীন ইসলামকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। হতাহতরা প্রাইভেট কারের যাত্রী ছিলেন। তাঁরা সবাই সিলেট মৌলভীবাজার এলাকায় ফেরি করে কসমেটিকসের বিনিময়ে মাথার চুল সংগ্রহ করতেন। 

পুলিশ ও আহত যাত্রীরা বলছেন, শুক্রবার ভোরে নিহত দুলো মিয়া ভূঁইয়াসহ পাঁচজন বাড়ি আসার উদ্দেশ্যে প্রাইভেট কারে করে মৌলভীবাজার শহর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের উদ্দেশে আসছিলেন। প্রাইভেট কারটি ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বারিউড়া এলাকায় এসে যাত্রীবাহী একটি চলন্ত বাসের সঙ্গে ধাক্কা লাগলে প্রাইভেট কারটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুলো মিয়া ভূঁইয়া। আহত হন বাকি চারজন। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গাড়ি দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পরপর বাসচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে থানায় মহাসড়ক আইনে মামলার প্রক্রিয়া চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চোখের জলে বিদায় সাংবাদিক বিভুরঞ্জনকে

ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত হলে সব বলে দেব: উপাচার্য নিয়াজ আহমদ খান

বুড়িগঙ্গা থেকে তরুণ-তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার

অবৈধভাবে ভারতে প্রবেশকালে বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটকের দাবি বিএসএফের

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত