Ajker Patrika

ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালালেন পেঁয়াজ বিক্রেতারা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১৮: ৪৫
ম্যাজিস্ট্রেট দেখে দৌড়ে পালালেন পেঁয়াজ বিক্রেতারা

বাজারে পেঁয়াজের সংকট দেখিয়ে ২০০ টাকা কেজি বিক্রি করছিলেন বিক্রেতারা। ঠিক ওই সময় হাজির হন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। টের পেয়ে বেশ কিছু বিক্রেতা দৌড়ে পালিয়ে যান। তবে এতেও শেষ রক্ষা হয়নি, বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে ১১ জনকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।

ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ও কুমিরা বাজারে।

জরিমানা করা দোকানগুলো হলো—মন্নান স্টোর, জামাল স্টোর, খালেক স্টোর, করিম স্টোর, খাজা স্টোর, জাকির স্টোর, বিভু স্টোর, সাতকানিয়া স্টোর, খাজা স্টোর, মক্কা স্টোর ও ছিদ্দিক স্টোর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখতে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে রাতে কুমিরা ও বাড়বকুণ্ড বাজারে অভিযান চালানো হয়। অভিযানকালে পেঁয়াজের কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত দামে বিক্রির দায়ে ১১ দোকানমালিকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।’

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, ‘বাজারে কোনো সিন্ডিকেট চলবে না। যেসব ব্যবসায়ী সিন্ডিকেট করে পেঁয়াজসহ অন্যান্য দ্রব্য অতিরিক্ত দামে বিক্রি করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত