কুবি প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রায় ছয় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকা অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট দেখা দেয়। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ।
গতকাল বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীতে পুলিশ কাঁদুনে গ্যাস, টিয়ারশেল, ফাঁকা গুলি ছোড়েন। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষক আহত হন।
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকা অবরোধ করেন। কুমিল্লা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে এই অবরোধ ছাড়ে রাত ১০টা ৪৭ মিনিটে।
অবরোধের বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হয়। এতে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) কামরান হোসেন।
প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীরা তিন দাবি তোলেন। দাবিগুলো হলো, এই হামলার সঙ্গে পুলিশের পক্ষ থেকে যারা জড়িত ছিল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা আহত হয়েছে বা যদি কারও অঙ্গহানির মতো ঘটনা ঘটে তাহলে দায়ভার প্রশাসনকে নিতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কর্মসূচিগুলোতে আন্দোলনকারীদের সহায়তা করতে হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ হামলার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জড়িতদের তদন্ত করে শাস্তি দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় চান।
এ ছাড়া আজ শুক্রবার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করা হবে। তবে অবরোধের বিষয় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘আজ মহাসড়ক অবরোধের কোনো কর্মসূচি এখনো গ্রহণ করা হয়নি। তবে শিক্ষার্থীদের ওপর যে হামলা পুলিশ-প্রশাসন থেকে করা হয়েছে এর প্রতিবাদে আমরা আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করব।’
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তাতে দুঃখ প্রকাশ করছি। আমি কথা দিচ্ছি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেব।’
এর আগে গত ৪,৭, ৮ ও ১০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যথাক্রমে তিন ঘণ্টা ও চার ঘণ্টা, পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গতকাল বৃহস্পতিবার প্রায় ছয় ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকা অবরোধ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ যানজট দেখা দেয়। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ।
গতকাল বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের সামনে শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জ করে পুলিশ। এর জবাবে শিক্ষার্থীরাও ইট-পাথর নিক্ষেপ করেন। পরবর্তীতে পুলিশ কাঁদুনে গ্যাস, টিয়ারশেল, ফাঁকা গুলি ছোড়েন। এতে তিন সাংবাদিকসহ অন্তত ২০ জন শিক্ষক আহত হন।
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার পরে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী এলাকা অবরোধ করেন। কুমিল্লা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শেষে এই অবরোধ ছাড়ে রাত ১০টা ৪৭ মিনিটে।
অবরোধের বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হয়। এতে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) কামরান হোসেন।
প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় শিক্ষার্থীরা তিন দাবি তোলেন। দাবিগুলো হলো, এই হামলার সঙ্গে পুলিশের পক্ষ থেকে যারা জড়িত ছিল তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা আহত হয়েছে বা যদি কারও অঙ্গহানির মতো ঘটনা ঘটে তাহলে দায়ভার প্রশাসনকে নিতে হবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কর্মসূচিগুলোতে আন্দোলনকারীদের সহায়তা করতে হবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ হামলার ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং জড়িতদের তদন্ত করে শাস্তি দেওয়ার জন্য ৪৮ ঘণ্টা সময় চান।
এ ছাড়া আজ শুক্রবার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৪টায় বিক্ষোভ মিছিল করা হবে। তবে অবরোধের বিষয় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান আন্দোলনকারীরা।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আন্দোলনরত শিক্ষার্থী মোহাম্মদ সাকিব হোসাইন বলেন, ‘আজ মহাসড়ক অবরোধের কোনো কর্মসূচি এখনো গ্রহণ করা হয়নি। তবে শিক্ষার্থীদের ওপর যে হামলা পুলিশ-প্রশাসন থেকে করা হয়েছে এর প্রতিবাদে আমরা আজ বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করব।’
এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ শামসুল তাবরীজ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে তাতে দুঃখ প্রকাশ করছি। আমি কথা দিচ্ছি এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেব।’
এর আগে গত ৪,৭, ৮ ও ১০ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যথাক্রমে তিন ঘণ্টা ও চার ঘণ্টা, পাঁচ ঘণ্টা অবরোধ করে রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে