Ajker Patrika

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮১টি বার্মিজ পশু জব্দ

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৮১টি বার্মিজ পশু জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ৮১টি মিয়ানমারের গবাদিপশু জব্দ করেছে বিজিবি। গতকাল বুধবার দিবাগত রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব গবাদিপশু জব্দ করা হয়। 

১১ বিজিবি অধিনায়ক লে কর্নেল মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবি সীমান্তে সতর্ক আছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন সদর, লেম্বুছড়ি, আশারতলী এবং ফুলতলী বিওপির সদস্যরা ৮১টি মিয়ানমারের গরু জব্দ করে।’ 

লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘গত জানুয়ারি থেকে অদ্যাবধি পর্যন্ত ১১ বিজিবি কর্তৃক গবাদিপশু নিলামের মাধ্যমে প্রায় ১৬ (ষোলো) কোটি টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘সীমান্ত পথে অবৈধভাবে গবাদিপশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করে আসছে।’ দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত