Ajker Patrika

আখাউড়ায় রেলস্টেশন থেকে মালামাল চুরি করতে গিয়ে ধরা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  
চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। ছবি: আজকের পত্রিকা
চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলের গুরুত্বপূর্ণ মালামাল চুরির সময় এক চোরকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে থানার পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ইনচার্জ শফিকুল ইসলাম।

আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুরের নতুনবাজার এলাকার মৃত হাছু মিয়ার ছেলে মো. ইয়াসিন মিয়া (২৪)।

পুলিশ জানায়, ইয়াসিন মিয়া রেলস্টেশনের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সিগন্যাল ও ক্যাবল-সংক্রান্ত যন্ত্রাংশ চুরি করছিলেন। পরে পুলিশের টহল দল তাঁকে আটক করে এবং তাঁর কাছ থেকে রেলের বেশ কিছু মালামাল জব্দ করে।

জব্দকৃত মালামালের তালিকায় রয়েছে, সিগন্যাল জামপার ৫১ পিস, সিগন্যাল বক্স কভার দুটি, সিগন্যাল কানেকটিং ক্যাবল দুটি, নীল ও কালো রঙের ক্যাবল।

আখাউড়া রেলওয়ে থানার ওসি এস এম শফিকুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই রেলের মালামাল চুরি হচ্ছে এমন অভিযোগ পাচ্ছি, কিন্তু কাউকে ধরতে পারছিলাম না। অবশেষে চোর চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছি। রেলের মালামাল রক্ষা ও নিরাপত্তার স্বার্থে এমন অভিযান নিয়মিত চলবে। আটক চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত