Ajker Patrika

‘মা, আমরা মৃত্যুর মুখে পড়েছি’ ইউক্রেন থেকে ছেলের আকুতি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
‘মা, আমরা মৃত্যুর মুখে পড়েছি’ ইউক্রেন থেকে ছেলের আকুতি

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা শুরু হলে দেশটির অলিভিয়া সমুদ্রবন্দরে বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ আটকে পড়ে। আর তাতে আটকে পড়ে জাহাজটির চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্বরত সীতাকুণ্ডের ছেলে সালমান সরোয়ার সামী (২৬)।

গতকাল বুধবার জাহাজটিতে রকেট হামলায় এক নাবিক মৃত্যুর পর তাদের নিরাপদে সরিয়ে নিতে আকুতি জানিয়েছেন সামী। ‘বাংলা সমৃদ্ধি’ জাহাজে আটকে পড়া সামী সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের দক্ষিণ ভাটিয়ারী এলাকার মাহফুজুল হকের ছেলে।

জাহাজটিতে রকেট হামলার পর থেকে সামীর বিপদের আশঙ্কায় শঙ্কিত রয়েছেন তাঁর মা-বাবাসহ স্বজনেরা। জাহাজে আটকে পড়া সামীসহ সকল বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর নিকট আকুল আবেদন জানিয়েছেন সামীর মা ভাটিয়ারী টিএসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ছেমন আরা বেগম।

ছেমন আরা বেগম বলেন, ‘জাহাজে রকেট হামলার পর গতকাল বুধবার রাত ১১টায় সামী আমাকে ফোন করে দোয়া করতে বলে অঝোরে কাঁদতে থাকে। রকেট হামলায় তাঁর সহকর্মী জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে। এ ঘটনার পর তাঁদের জাহাজের পাওয়ার সাপ্লাই না থাকা এবং ইমারজেন্সি জেনারেটর দিয়ে পাওয়ার সাপ্লাই চালানোর কথা জানায়।’

ছেমন আরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলে ফোনে আমাকে বলেছিল, মা আমরা মৃত্যুর মুখে পড়েছি। আমাদের এখনো উদ্ধার করা হয়নি। প্রধানমন্ত্রীকে বলুন, আমাদের যেন দয়া করে বাঁচায়। হামলার পর থেকে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে আছি।’

ছেমনা আরা জানান, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে চতুর্থ ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেয় তাঁর ছেলে সামী। যোগ দেওয়ার ১০ দিনের মাথায় জাহাজটিতে হামলার ঘটনা ঘটেছে। জাহাজে তাঁর ছেলের পাশাপাশি আরও ২৮ জন বাংলাদেশি আটকা পড়েছে।

ছেমন আরা তাঁর ছেলেসহ আটকে পড়া সবাইকে নিরাপদে সরিয়ে আনার পাশাপাশি সবাইকে তাঁর পরিবারে ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রী, নৌ পরিবহন মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর আবেদন জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত