Ajker Patrika

কক্সবাজারে ১৬টি সোনার বারসহ আটক যুবক

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৩, ১৮: ১৬
কক্সবাজারে ১৬টি সোনার বারসহ আটক যুবক

কক্সবাজারের রামুতে ১৬টি সোনার বারসহ মো. রায়হান বিন ফারুকী (২৬) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় উপজেলার রেজুখাল ব্রিজ  এলাকায় এ অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করা হয়। জব্দ ১৬টি সোনার বারের ওজন ২ কেজি ৬৫৬ গ্রাম বলে জানিয়েছে বিজিবি।

কক্সবাজার ৩৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটক মো. রায়হান বিন ফারুকী উখিয়ার কুতুপালং পূর্বপাড়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে। 

বিজিবির অধিনায়ক জানান, উখিয়ার কোটবাজার থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১৬টি সোনার বার জব্দ করা হয়। সোনার বারগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই। এসব সোনা কর ও ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছে। 

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এই কর্মকর্তা।

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত