Ajker Patrika

ঘুমধুমে বন্যা দেখতে গিয়ে ২ জনের মৃত্যু

প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
আপডেট : ২৮ জুলাই ২০২১, ১৩: ২২
ঘুমধুমে বন্যা দেখতে গিয়ে ২ জনের মৃত্যু

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যা দেখতে গিয়ে ডুবে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ার সড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন।

নিহত একজনের নাম সুমন কর (১৭) বড়ুয়া। সে এলাকার শীলপাড়া গ্রামের সুবাস বড়ুয়ার ছেলে। 
 
৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন, বন্যার পানি দেখতে তিন বন্ধু রাস্তায় বের হন। এ সময় পানির স্রোতে দুজন ভেসে যান। একই সময় আবদুর রহিম (২৮) নামের একজন রোহিঙ্গাও ভেসে গেছেন। তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি।

এদিকে ঘুমধুমের তুমব্রুর কোনারপাড়া এলাকা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এতে কয়েকটি দোকানের সব মালামাল নষ্ট হয়ে যায়।

ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমরসমান পানি ঢুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। একদিকে লকডাউনে আয় নেই, এর মধ্যে পাহাড়ি ঢলে দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে।

ওই ব্যবসায়ী আরও বলেন, এলাকার কয়েকটি স্থানের পাহাড়ধসের কারণে ঘুমধুম-তুমরু-নাইক্ষ্যংছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন থেকে জরুরি খাবার ও ত্রাণ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঘুমধুমে গত তিন দিনে তিনজন মারা গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

পিরোজপুরে ২০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির পরিচালক, সদস্যদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত