প্রতিনিধি, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যা দেখতে গিয়ে ডুবে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ার সড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন।
নিহত একজনের নাম সুমন কর (১৭) বড়ুয়া। সে এলাকার শীলপাড়া গ্রামের সুবাস বড়ুয়ার ছেলে।
৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন, বন্যার পানি দেখতে তিন বন্ধু রাস্তায় বের হন। এ সময় পানির স্রোতে দুজন ভেসে যান। একই সময় আবদুর রহিম (২৮) নামের একজন রোহিঙ্গাও ভেসে গেছেন। তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি।
এদিকে ঘুমধুমের তুমব্রুর কোনারপাড়া এলাকা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এতে কয়েকটি দোকানের সব মালামাল নষ্ট হয়ে যায়।
ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমরসমান পানি ঢুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। একদিকে লকডাউনে আয় নেই, এর মধ্যে পাহাড়ি ঢলে দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে।
ওই ব্যবসায়ী আরও বলেন, এলাকার কয়েকটি স্থানের পাহাড়ধসের কারণে ঘুমধুম-তুমরু-নাইক্ষ্যংছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন থেকে জরুরি খাবার ও ত্রাণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘুমধুমে গত তিন দিনে তিনজন মারা গেছেন।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বন্যা দেখতে গিয়ে ডুবে দুজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঘুমধুম ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ার সড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ দেলোয়ার হোসেন।
নিহত একজনের নাম সুমন কর (১৭) বড়ুয়া। সে এলাকার শীলপাড়া গ্রামের সুবাস বড়ুয়ার ছেলে।
৬ নম্বর ওয়ার্ডের চৌকিদার রঞ্জিত বড়ুয়া বলেন, বন্যার পানি দেখতে তিন বন্ধু রাস্তায় বের হন। এ সময় পানির স্রোতে দুজন ভেসে যান। একই সময় আবদুর রহিম (২৮) নামের একজন রোহিঙ্গাও ভেসে গেছেন। তাঁর খোঁজ এখনো পাওয়া যায়নি।
এদিকে ঘুমধুমের তুমব্রুর কোনারপাড়া এলাকা পাহাড়ি ঢলের পানিতে ডুবে গেছে। এতে কয়েকটি দোকানের সব মালামাল নষ্ট হয়ে যায়।
ব্যবসায়ী ফখর উদ্দিন জানান, পাহাড়ি ঢলে তুমব্রু বাজারের কয়েকটি দোকানে কোমরসমান পানি ঢুকে গেছে। মালামাল পানিতে নষ্ট হয়ে গেছে। একদিকে লকডাউনে আয় নেই, এর মধ্যে পাহাড়ি ঢলে দোকানের সব মালামাল নষ্ট হয়ে গেছে।
ওই ব্যবসায়ী আরও বলেন, এলাকার কয়েকটি স্থানের পাহাড়ধসের কারণে ঘুমধুম-তুমরু-নাইক্ষ্যংছড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন থেকে জরুরি খাবার ও ত্রাণ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘুমধুমে গত তিন দিনে তিনজন মারা গেছেন।
দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপির সদস্য ও উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারকে মারধরও চাঁদাবাজি-সংক্রান্ত মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাকিনুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার পাকেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেজানা গেছে, মঙ্গলবার কুষ্টিয়ায় আদালতে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলে থানা থেকে বের হন শাকিল আহমেদ। এরপর থেকে মাসুরা খাতুনকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার শাকিল আহমেদের থানায় ফেরার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত তিনি ফেরেননি। এদিকে মাসুরা খাতুনের শ্বশুর বজলুর রহমান বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি...
১৭ মিনিট আগেরাজশাহীর বাঘায় মিনি ট্রাক চাপায় বানেরা বেগম ওরফে (বানু) (৫৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মীরগঞ্জ মোড়ের উত্তরে আব্দুর রহমান মাস্টারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে যাওয়া কোহিনুর বেগম (২৭) ও তার ছেলে রিশাত কাইফ (২ মাস) ট্রাকচাপায় নিহত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) দুপর ১২টার দিকে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত কোহিনুর উপজেলার ধানঘরা এলাকার গোলাম রব্বানীর স্ত্রী।
৪৪ মিনিট আগে