Ajker Patrika

লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা 

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
লোহাগাড়ায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা 

চট্টগ্রামের লোহাগাড়ার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে ১৪ মামলায় ৪৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন। 

জানা যায়, শুক্রবার দিনব্যাপী উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থক ও ৬ জন মেম্বার প্রার্থীর সমর্থককে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এই জরিমানা করা হয়। 

অভিযানে সঙ্গে ছিলেন লোহাগাড়া থানা-পুলিশের এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশি টিম, আনসার সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা। 
 
মো. মাসুদ রানা বলেন, সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে। নির্বাচনী আচরণবিধি পালনের জন্য প্রার্থী ও সমর্থকদের সতর্ক করা হয়েছে। কেউ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

সহকারী কমিশনার জানান, নির্বাচনের দিন ৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা থাকবে। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোবাইল টিমও থাকবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত