নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয় ও ইপিজেডের মাইলের মাথার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়েছে। আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব অভিযান চালিয়ে পাম তেল জব্দ করে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার ও র্যাব সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় প্রথমে নগরের সল্টগোলার ঈশান মিস্ত্রির বাজারে অবস্থিত মেসার্স আসাদ বাণিজ্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দোকানি মো. ইলিয়াস হোসেন আগের দামে অর্থাৎ ১৩৩ টাকায় কেনা সয়াবিন ও ১২৭ টাকায় কেনা পাম তেল কিনেছিলেন। কিন্তু তেলগুলো তিনি এখন বর্তমান দামে বাজারে বিক্রি করছিলেন। পাশাপাশি দোকানের গুদামে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পাম তেল পাওয়া যায়। এ জন্য দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করে তেলগুলো আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
ওই অভিযানের পর তাৎক্ষণিকভাবে ইপিজেড মাইলের মাথায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে অপর দোকানে আগের দামে কেনা তেল নতুন দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ওই দোকানের গুদামেও একই পরিমাণ পাম তেল পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
মূলত ঈদের আগে পুরোনো দামে তেলগুলো কিনেছিলেন দুই দোকানি। এখন নতুন ধরে বেশি দামে বিক্রি করতে মজুত করে রেখেছিলেন। তাই পুরোনো দামে কেনা তেল নতুন দরে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ। তিনি বলেন, ‘দুই দোকানে পুরোনো দামে কেনা তেল নতুন দামে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা দুই দোকানের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়। এ জন্য দুই দোকানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তেলগুলো আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম নগরীর সল্টগোলার মেসার্স আসাদ বাণিজ্যালয় ও ইপিজেডের মাইলের মাথার মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল জব্দ করা হয়েছে। আজ রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব অভিযান চালিয়ে পাম তেল জব্দ করে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার ও র্যাব সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় প্রথমে নগরের সল্টগোলার ঈশান মিস্ত্রির বাজারে অবস্থিত মেসার্স আসাদ বাণিজ্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, দোকানি মো. ইলিয়াস হোসেন আগের দামে অর্থাৎ ১৩৩ টাকায় কেনা সয়াবিন ও ১২৭ টাকায় কেনা পাম তেল কিনেছিলেন। কিন্তু তেলগুলো তিনি এখন বর্তমান দামে বাজারে বিক্রি করছিলেন। পাশাপাশি দোকানের গুদামে ৬ হাজার ১২০ লিটার সয়াবিন ও পাম তেল পাওয়া যায়। এ জন্য দোকানিকে আড়াই লাখ টাকা জরিমানা করে তেলগুলো আগের দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়।
ওই অভিযানের পর তাৎক্ষণিকভাবে ইপিজেড মাইলের মাথায় অভিযান চালানো হয়। এ সময় মেসার্স বিসমিল্লাহ এন্টারপ্রাইজ নামে অপর দোকানে আগের দামে কেনা তেল নতুন দরে বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি ওই দোকানের গুদামেও একই পরিমাণ পাম তেল পাওয়ায় আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
মূলত ঈদের আগে পুরোনো দামে তেলগুলো কিনেছিলেন দুই দোকানি। এখন নতুন ধরে বেশি দামে বিক্রি করতে মজুত করে রেখেছিলেন। তাই পুরোনো দামে কেনা তেল নতুন দরে বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন, অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্লাহ। তিনি বলেন, ‘দুই দোকানে পুরোনো দামে কেনা তেল নতুন দামে বিক্রি করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে আমরা দুই দোকানের গুদাম থেকে ১২ হাজার ২৪০ লিটার সয়াবিন ও পাম তেল উদ্ধার করা হয়। এ জন্য দুই দোকানিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তেলগুলো আগের দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে দোকানিদের নির্দেশ দেওয়া হয়েছে।’
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে