সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পরীক্ষার পর বাড়ি থেকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চাপ দিয়েছিলেন মা-বাবা। কিন্তু বিয়ে করার ইচ্ছে ছিল না তাদের। এ জন্য বাড়ি থেকে পালিয়ে একজন চুল কেটে স্বামী, আরেকজন স্ত্রী সেজেছিল। এরপর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়ে এক মাস পালিয়ে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই ছাত্রী।
গতকাল সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। তিনি জানান, উদ্ধার করার পর
র্যাবের কাছে এসব স্বীকারোক্তি দিয়েছে ওই দুই ছাত্রী।
নিয়াজ মোহাম্মদ চপল বলেন, বাল্যবিবাহ থেকে বাঁচতে ওই দুই ছাত্রী পরিকল্পনা করে একসঙ্গে এলাকা থেকে পালিয়ে যায়। কিন্তু দীর্ঘ এক মাস পালিয়ে বেড়ানোর পর র্যাবের হাতে ধরা পড়ে সোমবার রাতে পুনরায় বাড়ি ফিরেছে তারা।
উদ্ধার হওয়া দুই ছাত্রীর বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, তারা কুমিল্লার চান্দিনায় পৌঁছে বেশ পাল্টে ফেলে। তাদের মধ্যে একজন নিজের চুল ছোট করে এবং টুপি পাঞ্জাবি পরে পুরুষ সাজে। অপরজন স্ত্রী সেজে বেশ পাল্টে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। দুজন দুই ধর্মের হওয়ায় পরিবার বিয়ে মেনে নিচ্ছে না বলে গল্প ফাঁদে বাড়িওয়ালার কাছে। তাদের মধ্যে একজনের স্বপ্ন সেনাবাহিনীর কর্মকর্তা এবং অপরজনের স্বপ্ন চিকিৎসক হওয়া। নিজেদের স্বপ্ন বাস্তবায়নে গত ২৩ নভেম্বর ঘর ছেড়ে পালিয়েছে বলেন জানান এই র্যাব কর্মকর্তা।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে সন্তানদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তাঁরা সন্তানদের সুস্থ অবস্থায় ফিরে পেয়ে র্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার শেষ দিনে দুই কিশোরীর অন্তর্ধান নিয়ে ২৪ ডিসেম্বর আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের বিষয়টি দৃষ্টিগোচর হলে তাদের উদ্ধারে মাঠে নামে র্যাব।
পরীক্ষার পর বাড়ি থেকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চাপ দিয়েছিলেন মা-বাবা। কিন্তু বিয়ে করার ইচ্ছে ছিল না তাদের। এ জন্য বাড়ি থেকে পালিয়ে একজন চুল কেটে স্বামী, আরেকজন স্ত্রী সেজেছিল। এরপর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়ে এক মাস পালিয়ে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই ছাত্রী।
গতকাল সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। তিনি জানান, উদ্ধার করার পর
র্যাবের কাছে এসব স্বীকারোক্তি দিয়েছে ওই দুই ছাত্রী।
নিয়াজ মোহাম্মদ চপল বলেন, বাল্যবিবাহ থেকে বাঁচতে ওই দুই ছাত্রী পরিকল্পনা করে একসঙ্গে এলাকা থেকে পালিয়ে যায়। কিন্তু দীর্ঘ এক মাস পালিয়ে বেড়ানোর পর র্যাবের হাতে ধরা পড়ে সোমবার রাতে পুনরায় বাড়ি ফিরেছে তারা।
উদ্ধার হওয়া দুই ছাত্রীর বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, তারা কুমিল্লার চান্দিনায় পৌঁছে বেশ পাল্টে ফেলে। তাদের মধ্যে একজন নিজের চুল ছোট করে এবং টুপি পাঞ্জাবি পরে পুরুষ সাজে। অপরজন স্ত্রী সেজে বেশ পাল্টে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। দুজন দুই ধর্মের হওয়ায় পরিবার বিয়ে মেনে নিচ্ছে না বলে গল্প ফাঁদে বাড়িওয়ালার কাছে। তাদের মধ্যে একজনের স্বপ্ন সেনাবাহিনীর কর্মকর্তা এবং অপরজনের স্বপ্ন চিকিৎসক হওয়া। নিজেদের স্বপ্ন বাস্তবায়নে গত ২৩ নভেম্বর ঘর ছেড়ে পালিয়েছে বলেন জানান এই র্যাব কর্মকর্তা।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে সন্তানদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তাঁরা সন্তানদের সুস্থ অবস্থায় ফিরে পেয়ে র্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার শেষ দিনে দুই কিশোরীর অন্তর্ধান নিয়ে ২৪ ডিসেম্বর আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের বিষয়টি দৃষ্টিগোচর হলে তাদের উদ্ধারে মাঠে নামে র্যাব।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
২ ঘণ্টা আগে