সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
পরীক্ষার পর বাড়ি থেকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চাপ দিয়েছিলেন মা-বাবা। কিন্তু বিয়ে করার ইচ্ছে ছিল না তাদের। এ জন্য বাড়ি থেকে পালিয়ে একজন চুল কেটে স্বামী, আরেকজন স্ত্রী সেজেছিল। এরপর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়ে এক মাস পালিয়ে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই ছাত্রী।
গতকাল সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। তিনি জানান, উদ্ধার করার পর
র্যাবের কাছে এসব স্বীকারোক্তি দিয়েছে ওই দুই ছাত্রী।
নিয়াজ মোহাম্মদ চপল বলেন, বাল্যবিবাহ থেকে বাঁচতে ওই দুই ছাত্রী পরিকল্পনা করে একসঙ্গে এলাকা থেকে পালিয়ে যায়। কিন্তু দীর্ঘ এক মাস পালিয়ে বেড়ানোর পর র্যাবের হাতে ধরা পড়ে সোমবার রাতে পুনরায় বাড়ি ফিরেছে তারা।
উদ্ধার হওয়া দুই ছাত্রীর বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, তারা কুমিল্লার চান্দিনায় পৌঁছে বেশ পাল্টে ফেলে। তাদের মধ্যে একজন নিজের চুল ছোট করে এবং টুপি পাঞ্জাবি পরে পুরুষ সাজে। অপরজন স্ত্রী সেজে বেশ পাল্টে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। দুজন দুই ধর্মের হওয়ায় পরিবার বিয়ে মেনে নিচ্ছে না বলে গল্প ফাঁদে বাড়িওয়ালার কাছে। তাদের মধ্যে একজনের স্বপ্ন সেনাবাহিনীর কর্মকর্তা এবং অপরজনের স্বপ্ন চিকিৎসক হওয়া। নিজেদের স্বপ্ন বাস্তবায়নে গত ২৩ নভেম্বর ঘর ছেড়ে পালিয়েছে বলেন জানান এই র্যাব কর্মকর্তা।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে সন্তানদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তাঁরা সন্তানদের সুস্থ অবস্থায় ফিরে পেয়ে র্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার শেষ দিনে দুই কিশোরীর অন্তর্ধান নিয়ে ২৪ ডিসেম্বর আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের বিষয়টি দৃষ্টিগোচর হলে তাদের উদ্ধারে মাঠে নামে র্যাব।
পরীক্ষার পর বাড়ি থেকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চাপ দিয়েছিলেন মা-বাবা। কিন্তু বিয়ে করার ইচ্ছে ছিল না তাদের। এ জন্য বাড়ি থেকে পালিয়ে একজন চুল কেটে স্বামী, আরেকজন স্ত্রী সেজেছিল। এরপর স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়ে এক মাস পালিয়ে ছিল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুই ছাত্রী।
গতকাল সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল। তিনি জানান, উদ্ধার করার পর
র্যাবের কাছে এসব স্বীকারোক্তি দিয়েছে ওই দুই ছাত্রী।
নিয়াজ মোহাম্মদ চপল বলেন, বাল্যবিবাহ থেকে বাঁচতে ওই দুই ছাত্রী পরিকল্পনা করে একসঙ্গে এলাকা থেকে পালিয়ে যায়। কিন্তু দীর্ঘ এক মাস পালিয়ে বেড়ানোর পর র্যাবের হাতে ধরা পড়ে সোমবার রাতে পুনরায় বাড়ি ফিরেছে তারা।
উদ্ধার হওয়া দুই ছাত্রীর বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, তারা কুমিল্লার চান্দিনায় পৌঁছে বেশ পাল্টে ফেলে। তাদের মধ্যে একজন নিজের চুল ছোট করে এবং টুপি পাঞ্জাবি পরে পুরুষ সাজে। অপরজন স্ত্রী সেজে বেশ পাল্টে স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়। দুজন দুই ধর্মের হওয়ায় পরিবার বিয়ে মেনে নিচ্ছে না বলে গল্প ফাঁদে বাড়িওয়ালার কাছে। তাদের মধ্যে একজনের স্বপ্ন সেনাবাহিনীর কর্মকর্তা এবং অপরজনের স্বপ্ন চিকিৎসক হওয়া। নিজেদের স্বপ্ন বাস্তবায়নে গত ২৩ নভেম্বর ঘর ছেড়ে পালিয়েছে বলেন জানান এই র্যাব কর্মকর্তা।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে সন্তানদের ফিরে পেয়ে খুশি পরিবারের সদস্যরা। তাঁরা সন্তানদের সুস্থ অবস্থায় ফিরে পেয়ে র্যাবসহ সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার শেষ দিনে দুই কিশোরীর অন্তর্ধান নিয়ে ২৪ ডিসেম্বর আজকের পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের বিষয়টি দৃষ্টিগোচর হলে তাদের উদ্ধারে মাঠে নামে র্যাব।
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
৪৪ মিনিট আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে