Ajker Patrika

তিতাসে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

তিতাস প্রতিনিধি
তিতাসে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২

দ্বিতীয় ধাপের আসন্ন ইউপি নির্বাচনে তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকের সংঘর্ষে দুজন আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সন্ধ্যা আনুমানিক সাতটায় আসমানিয়া বাজার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চিকিৎসা করা হচ্ছে বলে জানা গেছে।

আহতরা হলেন, শাহজালাল শাকু (৩৫) ও হারুন (৪০)। এ ঘটনায় তিনটি দোকান ও আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে ভাঙচুর হয় উভয় পক্ষের নাছির উদ্দিনের রড সিমেন্টের দোকান, আরাফাত এন্টারপ্রাইজ ও ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়। 

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুজ্জামান খোকা বলেন, আমি এলাকায় ছিলাম না। সন্ধ্যা আনুমানিক সাতটায় আমার কর্মী সমর্থকেরা চৌরাস্তা মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ে আমার অপেক্ষায় বসা ছিল। এমন সময় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালাউদ্দিনের লোকজন এসে অফিসে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে এবং হারুনকে (৪০) মারধর করে। আমি বিষয়টি ওসি সাহেবকে জানিয়েছি। 

এদিকে উপজেলা আওয়ামী লীগ নেতা বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার সালাহ উদ্দিন আহম্মেদ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আজ সন্ধ্যায় আসমানিয়া বাজার চৌরাস্তায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরিফুজ্জামান খোকার কর্মী সমর্থকেরা হাতে লাঠি সোঁটা নিয়ে মিছিল করে এবং আমার এক কর্মীকে মারধর করে। এ ছাড়া নাছির উদ্দিনের রড সিমেন্টের দোকান ও আরাফাত এন্টারপ্রাইজ ভাঙচুর করেছে। এখন উল্টো আমাকেসহ আমার কর্মী সমর্থকদের নামে মামলা করার জন্য পাঁয়তারা করছে।’

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখন পরিস্থিতি শান্ত আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত