Ajker Patrika

চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ

চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের বাংলোয় প্রণব বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি কীভাবে গুলিবিদ্ধ হলেন তা জানান যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ডিসি হিলে বাংলোর পাশে পুলিশ ব্যারাকের টয়লেট থেকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন। কথা বলার পরিস্থিতি নেই। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।’ 

এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। একই সঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ। 

ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গুলিবিদ্ধ কনস্টেবলকে ব্যারাকের টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। পাশে থেকে তাঁর ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে তারা ব্যবস্থা নেবেন। 

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপারকে (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আহত পুলিশ কনস্টেবলের সঙ্গে কথা বলতে পারছি না। আগামীকাল বুধবার তদন্ত শুরু হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত