চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাকায় অনুষ্ঠেয় ছাত্রলীগের সমাবেশে না গেলে নেতা-কর্মীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াছ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে এসংক্রান্ত একটি অডিওটি বার্তা ফেসবুকে ভাইরাল হয়। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি অডিও বার্তাটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক আলাওল এবং এ এফ রহমান হলে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে পাঠান বলে জানা যায়।
অডিও বার্তায় মোহাম্মদ ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘শুক্রবার, শনিবার দুই দিনই বন্ধ (সাপ্তাহিক ছুটি)। যদি কারও পরীক্ষা থেকে থাকে, তাহলে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন করেছি। তোমরা দীর্ঘদিন ধরে হলে থাকছ, তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তোমাদের ফরম ফিলাপের জন্য টাকা না থাকলে সেটাও আমি দিই। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) রাতে রওনা দেব। আবার শুক্রবার রাতেই ফিরব। শনিবার পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’
মোহাম্মদ ইলিয়াছ আরও বলেন, ‘যারা এ এফ রহমান ও আলাওল হলে আছো, সবার জন্য বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার, থাকা-খাওয়ার ব্যবস্থা আমি করব। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না, তারা নিজ দায়িত্বে হল ছেড়ে বাইরে চলে যাও।’
অডিও বার্তার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইলিয়াছ আজকের পত্রিকাকে বলেন, ‘এই নির্দেশনা সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এই নির্দেশনা আমাদের সংগঠনের যারা আদর্শিক কর্মী আছে, তাদের জন্য। আদর্শিক কর্মীদের দায়িত্ব হলো সমাবেশে উপস্থিত হওয়া।’
ঢাকায় অনুষ্ঠেয় ছাত্রলীগের সমাবেশে না গেলে নেতা-কর্মীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াছ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে এসংক্রান্ত একটি অডিওটি বার্তা ফেসবুকে ভাইরাল হয়। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি অডিও বার্তাটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক আলাওল এবং এ এফ রহমান হলে থাকা নেতা-কর্মীদের উদ্দেশে পাঠান বলে জানা যায়।
অডিও বার্তায় মোহাম্মদ ইলিয়াসকে বলতে শোনা যায়, ‘শুক্রবার, শনিবার দুই দিনই বন্ধ (সাপ্তাহিক ছুটি)। যদি কারও পরীক্ষা থেকে থাকে, তাহলে সেটা রোববার হবে। আমরা আমাদের সময়ে পরীক্ষা না দিয়ে সংগঠনের দায়িত্ব পালন করেছি। তোমরা দীর্ঘদিন ধরে হলে থাকছ, তোমাদের থেকে কোনো ভাড়া নেওয়া হয় না। তোমাদের ফরম ফিলাপের জন্য টাকা না থাকলে সেটাও আমি দিই। আমরা আগামীকাল (বৃহস্পতিবার) রাতে রওনা দেব। আবার শুক্রবার রাতেই ফিরব। শনিবার পড়ালেখা করে তোমরা রোববার পরীক্ষা দিতে যাবা।’
মোহাম্মদ ইলিয়াছ আরও বলেন, ‘যারা এ এফ রহমান ও আলাওল হলে আছো, সবার জন্য বাধ্যতামূলক। তোমাদের অবশ্যই ঢাকা যেতে হবে। ঢাকা যাওয়ার, থাকা-খাওয়ার ব্যবস্থা আমি করব। তাই বিষয়টা খুব বেশি জরুরি। আর যারা যাবে না, তারা নিজ দায়িত্বে হল ছেড়ে বাইরে চলে যাও।’
অডিও বার্তার বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ ইলিয়াছ আজকের পত্রিকাকে বলেন, ‘এই নির্দেশনা সাধারণ শিক্ষার্থীদের জন্য নয়। এই নির্দেশনা আমাদের সংগঠনের যারা আদর্শিক কর্মী আছে, তাদের জন্য। আদর্শিক কর্মীদের দায়িত্ব হলো সমাবেশে উপস্থিত হওয়া।’
টাকা না দিলে পরীক্ষায় ফেল দেখানো হয়। হয়রানি করা হয় বছরের পর বছর। দালাল আর টাকা ছাড়া কোনো কাজই হয় না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পাবনা কার্যালয়ে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আকস্মিক অভিযানে উঠে এসেছে এমন তথ্য।
৫ মিনিট আগেপাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) অপসারণসহ বিভিন্ন দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ১০ দিন ধরে আন্দোলন করছেন। ২৮ এপ্রিল থেকে এ আন্দোলন চলছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) নামের এই কেন্দ্রে প্রায় ১ হাজার ৮০০ কর্মী কর্মরত।
১০ মিনিট আগেচেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। আজ বুধবার উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।
১৪ মিনিট আগেকুষ্টিয়ায় নারী চিকিৎসক ও তাঁর স্বামীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ভুক্তভোগী চিকিৎসক শারমিন সুলতানার স্বামী মুহাম্মদ মাসুদ রানা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মামলাটি করেন। মামলায় তিনজন নারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
১৪ মিনিট আগে