Ajker Patrika

চবির হলে পানির জন্য হাহাকার, মূল ফটকে তালা

চবি প্রতিনিধি
চবির হলে পানির জন্য হাহাকার, মূল ফটকে তালা

খাবারের মান বৃদ্ধি, পানির সমস্যা নিরসনসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে তালা ঝুলিয়ে দেয় হলের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা খালি বালতি হাতে নিয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। পরে হল প্রভোস্টের আশ্বাসে ১ ঘণ্টা পর তালা খুলে দেয় তাঁরা।

আজ সোমবার দুপুর দুইটার কিছু পরে হলের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো—খাবারের মান বৃদ্ধি, পানির সমস্যা নিরসন, ইন্টারনেটের গতি বৃদ্ধি, পাঠকক্ষের সংস্কার, কক্ষ সংস্কার ও নিয়মিত শৌচাগার পরিষ্কার করা ৷ 

আন্দোলনরত শিক্ষার্থী আলীমুশ শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের হলে পানির সংকট চরমে। এমনও হয় টানা পাঁচ দিন পানি থাকে না। পাঁচ দিন পর পানি আসলে কিছুক্ষণের মধ্যেই চলে যায়। ডাইনিংয়ের খাবার মুখে দেওয়া যায় না। ইন্টারনেট আছে গতি নেই। শৌচাগারগুলো সপ্তাহেও একবার পরিষ্কার করা হয় না। এসব বিষয় আমরা কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনো সমাধান পাচ্ছি না।’

এ বিষয়ে জানতে চাইলে শাহ আমানত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নির্মল কুমার বলেন, ‘সমস্যার বিষয়ে আমাদের আগে জানানো হয়নি। এটা আমরা আজকে জানালাম। সমস্যা চিহ্নিত করে এক সপ্তাহের মধ্যে সমাধান করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত