Ajker Patrika

 ২২ দিন ইলিশ মাছ না খাওয়ার শপথ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
 ২২ দিন ইলিশ মাছ না খাওয়ার শপথ

ইলিশের প্রজনন মৌসুমে আগামীকাল বুধবার (১১ অক্টোবর) মধ্যরাত থেকে ২২ দিনের নদী ও সাগরে সব ধরনের মাছ শিকার বন্ধ থাকবে। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, বেচা-কেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা টাস্কফোর্স কমিটির বাস্তবায়নে গাজীপুর বাজারে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডল।

সভায় নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ না খাওয়ার শপথ করান ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এস. আই) জামাল হোসেন। ইলিশ রাষ্ট্রীয় সম্পদ, তাই এই সম্পদ রক্ষার্থে সরকারের আইন যথাযথভাবে পালনের উদ্দেশ্যে আগামী ২২ দিন ইলিশ মাছ না খাওয়ার শপথ গ্রহণ করেন উপস্থিতিরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও স্থানীয় ইউপি সদস্য মাইনুদ্দিন পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হোসেন আহমেদ রাজন, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা, উপপুলিশ পরিদর্শক জামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ।

অনুষ্ঠানে জেলে, মৎস্যজীবী, জনপ্রতিনিধি, সামাজিক সূধীমহল ও বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত