নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ পরিবারের অপর সদস্য মো. ঈমাম উদ্দিন (২৩) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার ভোর ৫টার দিকে বায়েজিদ থানার পূর্ব শহীদ নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ হয়ে মৃতরা হলেন—নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফারিজা (৩)।
বায়েজীদ থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ঈমাম উদ্দিন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন।
স্থানীয়রা জানান, শহীদ নগর এলাকার একটি ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। পরে এ আগুন পাশের আরও পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে মোট ছয়টি ঘরে পুড়ে যায়। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মো. রফিক উদ্দিন আহমদ জানান, আগুনে দগ্ধ মা ও তাঁর দুই সন্তানকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, ‘ভোরে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ছয়টি কাঁচা ঘর পুড়ে যায়। এসব ঘরের একটিতে আগুনে দগ্ধ হয় চারজন। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধ চারজনকে উদ্ধার করে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।’
বায়েজীদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. হোসাইন জানান, মশার কয়েল থেকে লাগা আগুনে মা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম নগরীতে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ পরিবারের অপর সদস্য মো. ঈমাম উদ্দিন (২৩) হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
আজ রোববার ভোর ৫টার দিকে বায়েজিদ থানার পূর্ব শহীদ নগর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দগ্ধ হয়ে মৃতরা হলেন—নূর নাহার বেগম (৩০), তার দুই সন্তান মারুফ (১) ও ফারিজা (৩)।
বায়েজীদ থানার পরিদর্শক (তদন্ত) মো. হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আহত ঈমাম উদ্দিন প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সুস্থ আছেন।
স্থানীয়রা জানান, শহীদ নগর এলাকার একটি ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত। পরে এ আগুন পাশের আরও পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এতে মোট ছয়টি ঘরে পুড়ে যায়। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মো. রফিক উদ্দিন আহমদ জানান, আগুনে দগ্ধ মা ও তাঁর দুই সন্তানকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, ‘ভোরে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ছয়টি কাঁচা ঘর পুড়ে যায়। এসব ঘরের একটিতে আগুনে দগ্ধ হয় চারজন। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধ চারজনকে উদ্ধার করে নিয়ে চমেক হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।’
বায়েজীদ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা মো. হোসাইন জানান, মশার কয়েল থেকে লাগা আগুনে মা ও তাঁর দুই সন্তানের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তাঁর জীবনযুদ্ধ চলে। ভোর ৫টা থেকে ৮টা পর্যন্ত হোটেলের সব আয়োজন সামলে তিনি ছুটে যান কলেজে। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত আবারও বাবার পাশে দাঁড়িয়ে রান্না, খাবার পরিবেশনসহ সব কাজ সামলান তিনি।
২ মিনিট আগেফেনীর সোনাগাজী থানা থেকে মাত্র ৩০০ গজ দূরে দুর্ধর্ষ চুরি হয়েছে। আজ শুক্রবার ভোরে সোনাগাজী বাজারের শেখ আকিলা মার্কেটের দ্বিতীয় তলায় মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকসে এ চুরি হয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ।
৬ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার বলেন, ‘জুলাই-পরবর্তী সময়ে আমি ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট সার্ভিস চালুর জন্য কাজ করেছিলাম। সেটা করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হই। আমরা যদি নির্বাচিত প্রতিনিধি হই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টারলিংকের সেবা আনতে পারব
৯ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে নৌকাবাইচ দেখতে গিয়ে ট্রলারের নিচে পড়ে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তার নাম রিফাত (১২)। নিখোঁজের পর দিন আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের ইছামতী নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে