Ajker Patrika

পাহাড়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৩৯
পাহাড়ে মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ

খাগড়াছড়ির দীঘিনালার সাম্প্রতিক ঘটনার প্রতিবাদে বান্দরবানের থানচিতে আদিবাসী ছাত্রসমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পাহাড়ি শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে থানচি বাজারের প্রবেশমুখে থানচি সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ হয়। এ সময় বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন-ব্যানার বহন করেন শিক্ষার্থীরা।

মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি অংসিং মারমার সঞ্চালনায় বিক্ষোভে সভাপতিত্ব করেন মেমং মারমা। এ সময় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক থং খুমী, সিংওয়াইমং মারমা, জ্যোতি বিকাশ চাকমা, ব্লগার ফ্রান্সিস ত্রিপুরা, এনজিও কর্মী রেংহাই ম্রো, উক্যপ্রু মারমা, মুক্তা ত্রিপুরা প্রমুখ।

বক্তারা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে ব্রিটিশ আমল থেকে পাহাড়ি-বাঙালিরা সম্প্রীতির মেলবন্ধনের মধ্য দিয়ে বসবাস করে আসছিলাম। সবাই মিলেমিশে থাকতে চাই। কিন্তু বাঙালি হত্যার অভিযোগে পাহাড়িদের দোকান ও ঘর-বাড়িতে আগুন দেওয়ার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

থানচি-২বক্তারা আরও বলেন, ‘আমাদেরও স্বাধীনভাবে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক হামলা চালিয়ে যাচ্ছে। যদি এই সাম্প্রদায়িক হামলা বন্ধ করা না হয়, তাহলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’ এ সময় পাহাড়িদের ওপর যারা হামলা-অগ্নিসংযোগ করেছে, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বক্তারা বলেন, প্রয়োজনে তাঁরা ঢাকার উদ্দেশে লংমার্চ করবেন। বিক্ষোভ থেকে পাহাড়ি-বাঙালি বিভেদ তৈরি করে পার্বত্য চট্টগ্রামে কোনো নীল নকশা বাস্তবায়নের ষড়যন্ত্র সফল হবে না বলে হুঁশিয়ারি জানানো হয়। এ সময় তাঁদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান পাহাড়ের ছাত্র নেতৃবৃন্দ।

এ বিষয়ে জানতে চাইলে থানচি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। খাগড়াছড়ির দীঘিনালার মতো বান্দরবানের থানচিতে যেন তেমন কিছু না ঘটে, সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত