লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও পুলিশের নাম ভাঙিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী এক অটোরিকশাচালক গত মাসে রাশেদ নিজাম নামের এক সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
রাশেদ নিজাম লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনের খিল গ্রামের বাসিন্দা। তিনি জেলার চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক।
লিখিত অভিযোগে বলা হয়, রাশেদ নিজাম স্থানীয় সংসদ সদস্যের ভাগনে পরিচয় দিয়ে সদর উপজেলার মান্দারী ও চন্দ্রগঞ্জ এলাকায় প্রতি অটোরিকশা থেকে মাসে ৫০০ এবং ট্রাফিক পুলিশের নামে ৬০০ টাকা হারে চাঁদা আদায় করছেন। এই কাজে তিনি ফারুক হোসেন, নুরুল আলম ও রিপনকে ব্যবহার করছেন। প্রতিদিন এই সড়কে প্রায় দুই হাজার অটোরিকশা চলাচল করছে। কেউ চাঁদা দিতে অসম্মতি জানালে তাঁর ওপর নেমে আসে নির্যাতন। এমনকি তাঁর অটোরিকশা ভাঙচুর করা হয়। পাশাপাশি মামলা দিয়ে ফাঁসানোর হুমকিও দেওয়া হয়।
মান্দারী বাজারে চাঁদা আদায়ের দায়িত্বে রয়েছেন শাহবুদ্দিন, দিঘলীতে ফারুক ও চন্দ্রগঞ্জে রয়েছেন নুরুল আলম ও রিপন। জানতে চাইলে তাঁরা চাঁদাবাজির কথা স্বীকার করেন। তবে এ বিষয়ে তাঁদের কিছুই করার নেই বলে উল্লেখ করেন।
এদিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু ও পুলিশ সুপার তারেক বিন রশিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ নিজাম আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিকে আমি মামা ডাকি। আমি জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি কেন সিএনজি থেকে চাঁদা তুলব? প্রশ্নই ওঠে না। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
লক্ষ্মীপুরে স্থানীয় সংসদ সদস্য (এমপি) ও পুলিশের নাম ভাঙিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ভুক্তভোগী এক অটোরিকশাচালক গত মাসে রাশেদ নিজাম নামের এক সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
রাশেদ নিজাম লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনের খিল গ্রামের বাসিন্দা। তিনি জেলার চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক।
লিখিত অভিযোগে বলা হয়, রাশেদ নিজাম স্থানীয় সংসদ সদস্যের ভাগনে পরিচয় দিয়ে সদর উপজেলার মান্দারী ও চন্দ্রগঞ্জ এলাকায় প্রতি অটোরিকশা থেকে মাসে ৫০০ এবং ট্রাফিক পুলিশের নামে ৬০০ টাকা হারে চাঁদা আদায় করছেন। এই কাজে তিনি ফারুক হোসেন, নুরুল আলম ও রিপনকে ব্যবহার করছেন। প্রতিদিন এই সড়কে প্রায় দুই হাজার অটোরিকশা চলাচল করছে। কেউ চাঁদা দিতে অসম্মতি জানালে তাঁর ওপর নেমে আসে নির্যাতন। এমনকি তাঁর অটোরিকশা ভাঙচুর করা হয়। পাশাপাশি মামলা দিয়ে ফাঁসানোর হুমকিও দেওয়া হয়।
মান্দারী বাজারে চাঁদা আদায়ের দায়িত্বে রয়েছেন শাহবুদ্দিন, দিঘলীতে ফারুক ও চন্দ্রগঞ্জে রয়েছেন নুরুল আলম ও রিপন। জানতে চাইলে তাঁরা চাঁদাবাজির কথা স্বীকার করেন। তবে এ বিষয়ে তাঁদের কিছুই করার নেই বলে উল্লেখ করেন।
এদিকে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু ও পুলিশ সুপার তারেক বিন রশিদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদ নিজাম আজকের পত্রিকাকে বলেন, ‘এমপিকে আমি মামা ডাকি। আমি জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছি। আমি কেন সিএনজি থেকে চাঁদা তুলব? প্রশ্নই ওঠে না। এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে