লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাড়ির সামনে বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সমাবেশস্থলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে এ হামলার সঙ্গে তাঁরা জড়িত নয় বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
আজ শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ করার কথা ছিল।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দি সাবু অভিযোগ করে বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমার বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। পাশাপাশি বাসভবনের দিকেও ইট-পাটকেল ছুড়েছে। অনতিবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। ইতিমধ্যে সমাবেশস্থলে নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। বিনা উসকানিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশস্থলে হামলা চালিয়ে ভাঙচুর করে।’ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে পুলিশের সামনে এই হামলা চালানো হলেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি জানান, বিএনপির অন্তর্কোন্দলে নিজেরাই হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন। এই হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। এ ছাড়া বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই বিক্ষোভ সমাবেশ পালন করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে অবস্থান নেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলার বিষয়টি শুনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।
লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাড়ির সামনে বিএনপির সমাবেশস্থলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় সমাবেশস্থলের মঞ্চ ও চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে। তবে এ হামলার সঙ্গে তাঁরা জড়িত নয় বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
আজ শুক্রবার দুপুরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এই সমাবেশ করার কথা ছিল।
জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দি সাবু অভিযোগ করে বলেন, ‘এটি একটি ন্যক্কারজনক ঘটনা। আমার বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। পাশাপাশি বাসভবনের দিকেও ইট-পাটকেল ছুড়েছে। অনতিবিলম্বে ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন বলেন, ‘কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবুর বাসভবনের সামনে সমাবেশের আয়োজন করা হয়। ইতিমধ্যে সমাবেশস্থলে নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। বিনা উসকানিতে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাবেশস্থলে হামলা চালিয়ে ভাঙচুর করে।’ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেই সঙ্গে পুলিশের সামনে এই হামলা চালানো হলেও পুলিশ কোনো ভূমিকা নেয়নি বলে অভিযোগ করেন তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি জানান, বিএনপির অন্তর্কোন্দলে নিজেরাই হামলা চালিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর দোষ চাপাচ্ছেন। এই হামলার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মী জড়িত নন। এ ছাড়া বিকেলে জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ওই বিক্ষোভ সমাবেশ পালন করার জন্য ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরে অবস্থান নেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, হামলার বিষয়টি শুনে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
১ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
১ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
২ ঘণ্টা আগেখুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে দ্বিগুণ এবং দফায় দফায় সময় বাড়ানো হয়েছে আটবার। কিন্তু এর নির্মাণকাজ গত ৯ বছরেও শেষ হয়নি। কাজ চলছে ধীরগতিতে। মাটি ভরাট বাকি থাকাসহ কিছু ভবন অসম্পূর্ণ রয়েছে। ফলে গত মে এবং পরে জুলাই মাসে সময় নির্ধারণ করা হলেও গণপূর্ত বিভাগ কারাগারটি...
২ ঘণ্টা আগে