Ajker Patrika

থানার লুট করা অস্ত্র দিয়ে ছিনতাই-ডাকাতি, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ সাইদুর রহমান মাসুম (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানা থেকে এ অস্ত্র লুট হয়। পুলিশ জানায়, ওই যুবক পেশাদার ছিনতাইকারী। থানা থেকে লুট করা অস্ত্র-গুলি নিয়ে ছিনতাই-ডাকাতি করে আসছিলেন ওই যুবক। গতকাল বুধবার (১৮ জুন) গভীর রাতে নগরের পাহাড়তলী থানার রানী রাসমণি ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম পাহাড়তলী এলাকায় বসবাস করেন। অপরাধ জগতে ‘ব্লেড মাসুম’ নামে পরিচিত ওই যুবক একটি পুরোনো ডাকাতির প্রস্তুতি-সংক্রান্ত মামলারও আসামি বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদ বলেন, থানা এলাকার রানী রাসমণিঘাট ওভারব্রিজের নিচে চেকপোস্ট বসিয়ে পুলিশ সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করছিল। রাত পৌনে ১টার দিকে মাসুম হেঁটে ওই চেকপোস্টের সামনে দিয়ে সাগরিকা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পুলিশ তাঁকে থামতে বলার পর তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর তল্লাশি করে তাঁর কাছ থেকে চারটি গুলিভর্তি একটি সেভেন পয়েন্ট সিক্স টু এমএম পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশি জিজ্ঞাসাবাদে মাসুম অস্ত্র ও গুলিগুলো গত বছরের ৫ আগস্ট পাহাড়তলী থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছেন। তিনি লুটের সঙ্গে জড়িত না থাকলেও পরে লুটপাটকারী এক চক্রের কাছ থেকে সেগুলো সংগ্রহ করেন। এর পর থেকে সেগুলো নিজের হেফাজতে রেখে ছিনতাই করে আসছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত