Ajker Patrika

বান্দরবান সীমান্তে রোহিঙ্গা তরুণের ব্যাগে মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 
বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক যুবক। ছবি: আজকের পত্রিকা
বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক যুবক। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার সকাল সোয়া ৬টার দিকে মিয়ানমার সীমান্তঘেঁষা ঘুমধুম নোয়াপাড়ার জামালের ঘের এলাকায় এই অভিযান চালানো হয়। আটক যুবকের নাম মো. শহিদ (১৯)। তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-৮ (ইস্ট)-এর ব্লক-বি/৭৪-এর বাসিন্দা।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির (কক্সবাজার ব্যাটালিয়ন) ঘুমধুম বিওপির একটি বিশেষ অভিযানকারী দল জামালের ঘের এলাকায় ওত পেতে থাকে। ভোরে একটি ব্যাগ কাঁধে নিয়ে এক যুবক সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করলে তাঁকে চ্যালেঞ্জ করা হয়। তিনি বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে তাঁর ফেলে দেওয়া ব্যাগ তল্লাশি করে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, ‘মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক আসামিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত