নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় (কুমিল্লা-৬) সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন সংসদ সদস্য বাহার। এমপি বাহার ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারও ভোট দেন।
ভোটাধিকার প্রয়োগ শেষে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাঁকে আমি সবার আগে ফুলের মালা দেব।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিফাত বলেন, ‘তাঁরা তো শুরু থেকেই নালিশ করছেন। তাঁদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হব।’
ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে রিফাত বলেন, ‘নির্বাচন কমিশনের কেউ থাকলে তাঁদের জিজ্ঞেস করুন।’
অন্যদিকে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাক্কু বলেন, ‘ইভিএমে সমস্যা পাচ্ছি।’ তবে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্কু বলেন, ‘নির্বাচনে এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
আজ বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে ভোটগ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। এরপর বৃষ্টি থেমে গেলে আবারও নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় (কুমিল্লা-৬) সংসদ সদস্য (এমপি) আ ক ম বাহাউদ্দিন বাহার। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন সংসদ সদস্য বাহার। এমপি বাহার ওই কেন্দ্রের এক নম্বর বুথে ভোটাধিকার প্রয়োগ করেন।
এর আগে এই কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আরফানুল হক রিফাত ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারও ভোট দেন।
ভোটাধিকার প্রয়োগ শেষে আওয়ামী লীগের প্রার্থী রিফাত বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ চমৎকার। ফলাফল যা-ই হোক, আমি মেনে নেব। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাঁকে আমি সবার আগে ফুলের মালা দেব।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে রিফাত বলেন, ‘তাঁরা তো শুরু থেকেই নালিশ করছেন। তাঁদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন।’
আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না। প্রয়োজনে আমি জবাই হব।’
ধীরগতিতে ভোটগ্রহণ হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে রিফাত বলেন, ‘নির্বাচন কমিশনের কেউ থাকলে তাঁদের জিজ্ঞেস করুন।’
অন্যদিকে নগরীর হোচ্ছামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সাক্কু বলেন, ‘ইভিএমে সমস্যা পাচ্ছি।’ তবে নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্কু বলেন, ‘নির্বাচনে এ রকম পরিবেশ বজায় থাকলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
আজ বুধবার সকাল ৮টায় কুসিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯টার দিকে বৃষ্টি শুরু হলে ভোটগ্রহণ কিছুটা বিঘ্নিত হয়। এরপর বৃষ্টি থেমে গেলে আবারও নির্বিঘ্নে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করছেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৩ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৩ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৩ ঘণ্টা আগে