Ajker Patrika

কসবায় একই ট্রাক্টরের চাপায় হেলপার নিহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
কসবায় একই ট্রাক্টরের চাপায় হেলপার নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক্টরের নিচে চাপা পড়ে খাইরুল ইসলাম খান (২২) নামে ওই ট্রাক্টরের হেলপারের মৃত্যু হয়েছে। আজ রোববার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর এলাকায় এ ঘটনা ঘটে। খাইরুল ঈশাননগর গ্রামের মাহিনুর খানের ছেলে।

ঈশাননগর গ্রামের রিপন মিয়া নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে ট্রাক্টরে করে বালু পরিবহনে কাজ করছিলেন খাইরুল। বালু পরিবহনকালে ঈশাননগর মোড়ে দোকান থেকে চালকের জন্য পান কিনতে ট্রাক্টরটি গতি কমানোর সময় খাইরুল লাফ দিয়ে নিচে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় চলন্ত ট্রাক্টরটি তাঁর ওপর উঠে যায়। এ সময় চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মারা যান খাইরুল। 

নিহতের বাবা মাহিনুর খান জানান, খাইরুল ঢাকায় একটি ব্যাগ ফ্যাক্টরিতে কাজ করতেন। দুই সপ্তাহ আগে চাকরি ছেড়ে বাড়িতে চলে আসে। এক সপ্তাহ ধরে বালুবাহী ট্রাক্টরের হেলপারের কাজ নেন। তাঁর শখ ছিল ট্রাক্টরে কাজ করে সংসারের হাল ধরার পাশাপাশি টাকা জমিয়ে একটি মোটরসাইকেল কেনার। রোববার সকালে ট্রাক্টর চাপায় মৃত্যু হয় তাঁর।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত