রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
৬ দিনের ব্যবধানে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে হালদা নদী থেকে ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেল ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হালদা নদীর আজিমের ঘাট অংশে ডলফিনটি মৃত অবস্থায় ভাসছিল। পরে নৌকার সাহায্যে ডলফিনটিকে পাড়ে নিয়ে আসা হয়। পচে গিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। তাই মাটি চাপা দেওয়া হয়।
এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ধারণা করছি মাছ ধরার জালে আটকে গিয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির ঠোঁটের নিচের অংশ কাটা এবং দাঁতগুলো ফেলে দেওয়া হয়েছে। হয়তো গতকাল ডলফিনের মৃত্যু হয়েছে। পচে যাওয়ায় স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়।
তিনি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এর আগে গত ১৪ জুলাই ৩৬ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদার বলেন, আজও আরেকটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ডলফিনকে মাটি চাপা দিয়েছেন।
উল্লেখ্য, হালদা নদীতে মাছ ধরা, জাল ফেলা, বালু উত্তোলন এবং ড্রেজার চালানো নিষেধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বালু উত্তোলনের ড্রেজার ও মাছ ধরে থাকে। যদিও আগের তুলনায় অনেকাংশে কমে গেছে সেটি। হালদা নদীতে ড্রেজারের ধাক্কা ও মাছ ধরার জালে আটকে বেশির ভাগ ডলফিনের মৃত্যু হয়ে থাকে।
৬ দিনের ব্যবধানে এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী থেকে আরেকটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এই নিয়ে হালদা নদী থেকে ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ বুধবার বিকেল ৫টার দিকে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, হালদা নদীর আজিমের ঘাট অংশে ডলফিনটি মৃত অবস্থায় ভাসছিল। পরে নৌকার সাহায্যে ডলফিনটিকে পাড়ে নিয়ে আসা হয়। পচে গিয়ে দুর্গন্ধ হয়ে গেছে। তাই মাটি চাপা দেওয়া হয়।
এ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ধারণা করছি মাছ ধরার জালে আটকে গিয়ে ডলফিনটির মৃত্যু হয়েছে। ডলফিনটির ঠোঁটের নিচের অংশ কাটা এবং দাঁতগুলো ফেলে দেওয়া হয়েছে। হয়তো গতকাল ডলফিনের মৃত্যু হয়েছে। পচে যাওয়ায় স্থানীয়রা মাটি চাপা দিয়ে দেয়।
তিনি আরও বলেন, এটি একটি হত্যাকাণ্ড। এর আগে গত ১৪ জুলাই ৩৬ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়। আজ ৩৭ তম মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সামাদ শিকদার বলেন, আজও আরেকটি ডলফিন মৃত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়রা ডলফিনকে মাটি চাপা দিয়েছেন।
উল্লেখ্য, হালদা নদীতে মাছ ধরা, জাল ফেলা, বালু উত্তোলন এবং ড্রেজার চালানো নিষেধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বালু উত্তোলনের ড্রেজার ও মাছ ধরে থাকে। যদিও আগের তুলনায় অনেকাংশে কমে গেছে সেটি। হালদা নদীতে ড্রেজারের ধাক্কা ও মাছ ধরার জালে আটকে বেশির ভাগ ডলফিনের মৃত্যু হয়ে থাকে।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩৫ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে