চবি প্রতিনিধি
উপাচার্যের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের ‘সংবাদ প্রদর্শনী’র কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন ঘণ্টা পরে প্রদর্শনী শুরু হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষক সমিতির দাবি, প্রদর্শনী করার জন্য সরঞ্জামবাহী গাড়ি বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এক ঘণ্টা আটকে রাখা হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের সামনে আনলে সেখানে প্যান্ডেল করতে বাধা দেন প্রক্টরিয়াল বডি। তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, আজ (মঙ্গলবার) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে এই সংবাদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের অনিয়মের ৪৮টি সংবাদ প্রদর্শন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার সময় ডেকোরেশনের সরঞ্জামবাহী গাড়ি ফটকে আটকে দেওয়া হয়। আমাদের শিক্ষকেরা এক ঘণ্টা পর সেখানে গিয়ে জিনিসপত্র প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসেন।
‘এরপর প্যান্ডেলের কাজ শুরু হলে প্রক্টর একজন সহকারী প্রক্টরকে সঙ্গে এনে বাধা দেন। এ সময় প্রক্টর আমাদেরকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার জন্য বলেন। আমরা জানিয়েছি, আমাদের কর্মসূচি চলবে। আলোচনায় বসব কি না সেটা সবার মতামতের ওপর নির্ভর করবে। আপনি বাধা দিতে পারবেন না। বাধার কারণে আমাদের প্রদর্শনী ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা বেলা ২টায় শুরু হয়।’
তিনি বলেন, ‘আমাদের কাছে প্রায় পাঁচ শ সংবাদ ছিল। সেখান থেকে বাছাই করে কিছু সংবাদ আজকে প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে সংবাদের সংখ্যা দিন দিন বাড়বে। আগামী সপ্তাহে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’
বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাধা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে আমি তাঁদের সঙ্গে আলোচনা করতে গিয়েছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’
এর আগে গত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে উপাচার্যের বাগ্বিতণ্ডা হয়। পরে একই দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
কর্মসূচি একপর্যায়ে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।
উপাচার্যের পদত্যাগ দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষকদের ‘সংবাদ প্রদর্শনী’র কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিন ঘণ্টা পরে প্রদর্শনী শুরু হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
শিক্ষক সমিতির দাবি, প্রদর্শনী করার জন্য সরঞ্জামবাহী গাড়ি বিশ্ববিদ্যালয় ফটকের সামনে এক ঘণ্টা আটকে রাখা হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে প্রশাসনিক ভবনের সামনে আনলে সেখানে প্যান্ডেল করতে বাধা দেন প্রক্টরিয়াল বডি। তবে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, আজ (মঙ্গলবার) বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত প্রশাসনিক ভবনের সামনে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এভাবেই চলবে?’ শিরোনামে এই সংবাদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত বিশ্ববিদ্যালয়ের অনিয়মের ৪৮টি সংবাদ প্রদর্শন করা হয়।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল ৯টার সময় ডেকোরেশনের সরঞ্জামবাহী গাড়ি ফটকে আটকে দেওয়া হয়। আমাদের শিক্ষকেরা এক ঘণ্টা পর সেখানে গিয়ে জিনিসপত্র প্রশাসনিক ভবনের সামনে নিয়ে আসেন।
‘এরপর প্যান্ডেলের কাজ শুরু হলে প্রক্টর একজন সহকারী প্রক্টরকে সঙ্গে এনে বাধা দেন। এ সময় প্রক্টর আমাদেরকে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসার জন্য বলেন। আমরা জানিয়েছি, আমাদের কর্মসূচি চলবে। আলোচনায় বসব কি না সেটা সবার মতামতের ওপর নির্ভর করবে। আপনি বাধা দিতে পারবেন না। বাধার কারণে আমাদের প্রদর্শনী ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও তা বেলা ২টায় শুরু হয়।’
তিনি বলেন, ‘আমাদের কাছে প্রায় পাঁচ শ সংবাদ ছিল। সেখান থেকে বাছাই করে কিছু সংবাদ আজকে প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে সংবাদের সংখ্যা দিন দিন বাড়বে। আগামী সপ্তাহে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব।’
বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘বাধা দেওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে আমি তাঁদের সঙ্গে আলোচনা করতে গিয়েছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।’
এর আগে গত ১৭ ডিসেম্বর আইন ও বাংলা বিভাগের নিয়োগ বোর্ড বাতিলের দাবি নিয়ে শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে উপাচার্যের বাগ্বিতণ্ডা হয়। পরে একই দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা করে শিক্ষক সমিতি।
কর্মসূচি একপর্যায়ে উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলনে পরিণত হয়। এরপর শীতকালীন ছুটি ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আন্দোলন স্থগিত করে শিক্ষক সমিতি।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৪ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৪ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৪ ঘণ্টা আগে