হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
তিতাসে চাঁদা না পেয়ে দুই সহোদরকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁরা গুরুতর আহত হন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস দুই ভাই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল আমিন (২৫) ও মো. শাহিন (২২)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠান।
আহতের বড় ভাই মো. নুরুজ্জামান বলেন, ‘কয়েক দিন আগে একটি মাটি কাটার ভ্যাকু ভাড়া এনে রাস্তার কাজ করতে গেলে পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন, নুর নবী, বাবু, হযরত আলীসহ আরও কয়েকজন আমার কাছে টাকা দাবি করেন। তাঁদের দাবিকৃত টাকা না দেওয়ায় আলাউদ্দিন গ্রুপের লোকজন আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।’
পোড়াকান্দি গ্রামের আলাউদ্দিন বলেন, ‘চার-পাঁচ দিন আগে আমাদের পোড়াকান্দি গ্রামের মতিন মিয়ার ছেলে হযরত আলীর সঙ্গে একটি বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুজ্জামানের লোকজন হযরত আলীকে ধরে নিয়ে যায়। তখন তিতাস থানার পুলিশের মাধ্যমে আপস-মীমাংসা হয়। গুলির ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া পারভেজ বলেন, তাঁদের দুজনের শরীরেই একাধিক গুলি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়েছে।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
তিতাসে চাঁদা না পেয়ে দুই সহোদরকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এতে তাঁরা গুরুতর আহত হন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস দুই ভাই গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আহতরা হলেন আলীনগর গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে আল আমিন (২৫) ও মো. শাহিন (২২)। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠান।
আহতের বড় ভাই মো. নুরুজ্জামান বলেন, ‘কয়েক দিন আগে একটি মাটি কাটার ভ্যাকু ভাড়া এনে রাস্তার কাজ করতে গেলে পোড়াকান্দি গ্রামের ছাদেক মেম্বারের ছেলে আলাউদ্দিন, নুর নবী, বাবু, হযরত আলীসহ আরও কয়েকজন আমার কাছে টাকা দাবি করেন। তাঁদের দাবিকৃত টাকা না দেওয়ায় আলাউদ্দিন গ্রুপের লোকজন আমাদের গ্রামে এসে আমার দুই ভাইকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।’
পোড়াকান্দি গ্রামের আলাউদ্দিন বলেন, ‘চার-পাঁচ দিন আগে আমাদের পোড়াকান্দি গ্রামের মতিন মিয়ার ছেলে হযরত আলীর সঙ্গে একটি বিষয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে নুরুজ্জামানের লোকজন হযরত আলীকে ধরে নিয়ে যায়। তখন তিতাস থানার পুলিশের মাধ্যমে আপস-মীমাংসা হয়। গুলির ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।’
তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া পারভেজ বলেন, তাঁদের দুজনের শরীরেই একাধিক গুলি রয়েছে, তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হয়েছে।
তিতাস থানার ওসি কাঞ্চন কান্তি দাস বলেন, ভিটিকান্দি ইউনিয়নের আলীনগর গ্রামে গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশি চেষ্টা অব্যাহত আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৬ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৭ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৯ ঘণ্টা আগে