Ajker Patrika

রান্নাঘর মেরামত নিয়ে ঝগড়ায় ভাবিকে ছুরিকাঘাত করে হত্যা করেন দেবর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফেরদৌস আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত
ফেরদৌস আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পতেঙ্গায় রান্নাঘর মেরামত নিয়ে ঝগড়া চলার মধ্যে ভাবিকে ছুরিকাঘাতে হত্যা করেন দেবর মো. রনি। গতকাল রোববার (২০ জুলাই) রাতে নগরের পতেঙ্গা এলাকা থেকে রনিসহ (২৮) দুজনকে গ্রেপ্তারের পর এই তথ্য জানায় পুলিশ।

গ্রেপ্তার অপর আসামি হলেন মো. সোলাইমান (৪৮)।

১৩ জুলাই রাতে নগরীর পতেঙ্গা থানার ধুমপাড়া এলাকায় ফেরদৌস আক্তার (২৭) নামের এক নারী পোশাকশ্রমিক ছুরিকাঘাতে প্রাণ হারান। ফেরদৌস আক্তার ওই এলাকার নির্মাণশ্রমিক মো. লোকমান হোসেনের (৪৫) স্ত্রী। হত্যাকাণ্ডের পর পুলিশ নিহত ফেরদৌসের স্বামীকে গ্রেপ্তার করে।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পরদিন নিহত নারীর ভাই মামুন খান একটি হত্যা মামলা করেন। মামলায় এজাহারনামীয় এক নম্বর আসামি হলেন নিহত নারীর দেবর রনি। গোপন সংবাদের ভিত্তিতে রনিসহ মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জানান, নিহত নারী ফেরদৌস আক্তারের সঙ্গে লোকমানের বিয়ে হয়েছিল ১২ বছর আগে। তাঁদের সংসারে আট বছর ও তিন বছরের দুই সন্তান রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাতে ওসি বলেন, ১৩ জুলাই রাতে রান্নাঘর মেরামত নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল ফেরদৌসের। ওই ঝগড়ার মাঝে জড়িয়ে পড়েন রনি। একপর্যায়ে রনি তাঁর হাতে থাকা ধারালো চাকু ভাবি ফেরদৌসের বুকে ও পিঠে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত