Ajker Patrika

রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
রাঙ্গুনিয়ায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে আবু তৈয়ব (৫৮) নামের একজন কৃষক মারা গেছেন। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। তিনি উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নারিশ্চা সাপলেজাপাড়া গ্রামের মৃত মুন্সি মিয়ার ছেলে। 

স্থানীয় ইউপি সদস্য মো. পারভেজ আজকের পত্রিকাকে বলেন, নিহত কৃষক আবু তৈয়ব নিজ বাড়ি থেকে সন্ধ্যায় স্থানীয় হাটখোলার চায়ের দোকানে যাচ্ছিলেন। এ সময় অন্ধকারে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি বন্য হাতির সামনে গিয়ে পড়েন তিনি। এরপর হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে মাটিতে আছড়ে ফেলে। পরে পায়ে পিষ্ট করে চলে যায়। তাঁর চিৎকারে লোকজন এসে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত আবু তৈয়বের স্ত্রী,৫ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে বলে জানান তিনি। 

বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির জানান, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। হাতিটি লোকালয় ছেড়ে বনে ফিরে গেছে। এখন ধান পাকার মৌসুম হওয়ায় বন্য হাতির দল খাবারের খোঁজে লোকালয়ে হানা দেওয়া শুরু করেছে। এ সময় সবাইকে সতর্ক থাকতে হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত