Ajker Patrika

কোম্পানীগঞ্জে সংঘর্ষ, বোমাসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
আপডেট : ১৫ জুলাই ২০২১, ১২: ৪৫
কোম্পানীগঞ্জে সংঘর্ষ, বোমাসহ গ্রেপ্তার ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাদের মির্জার এক অনুসারী আহত এবং প্রতিপক্ষের একজনকে পাঁচটি চকলেট বোমাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার। 

গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের দরবার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। 

সংঘর্ষে আহত হয়েছেন মো. নাজমুল হাসান রনি (৩৫)। তিনি চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রনি উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুল হকের ছেলে এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী। 

পরবর্তীতে সেই স্থান থেকে পাঁচটি চকলেট বোমাসহ মাহমুদুল হক জুয়েল (২১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তিনি চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এমদাদুল হকের ছেলে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী। 

বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। মামলা রুজু করে আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।’ 

উল্লেখ্য, বিগত প্রায় ৭ মাস যাবৎ কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দু'টি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন সাংবাদিকসহ দু'জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক নেতা কর্মী। প্রতিপক্ষের হামলায় অনেকে ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় ৪০ টির অধিক মামলা রেকর্ড হয়েছে। অনেকগুলো গুরুতর অপরাধের মামলা অজ্ঞাত কারণে থানা রেকর্ড করেনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত