প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাদের মির্জার এক অনুসারী আহত এবং প্রতিপক্ষের একজনকে পাঁচটি চকলেট বোমাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার।
গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের দরবার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হয়েছেন মো. নাজমুল হাসান রনি (৩৫)। তিনি চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রনি উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুল হকের ছেলে এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।
পরবর্তীতে সেই স্থান থেকে পাঁচটি চকলেট বোমাসহ মাহমুদুল হক জুয়েল (২১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তিনি চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এমদাদুল হকের ছেলে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী।
বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। মামলা রুজু করে আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।’
উল্লেখ্য, বিগত প্রায় ৭ মাস যাবৎ কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দু'টি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন সাংবাদিকসহ দু'জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক নেতা কর্মী। প্রতিপক্ষের হামলায় অনেকে ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় ৪০ টির অধিক মামলা রেকর্ড হয়েছে। অনেকগুলো গুরুতর অপরাধের মামলা অজ্ঞাত কারণে থানা রেকর্ড করেনি।
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে আবারও সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাদের মির্জার এক অনুসারী আহত এবং প্রতিপক্ষের একজনকে পাঁচটি চকলেট বোমাসহ আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার।
গতকাল বুধবার রাত ৮টায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারের দরবার শরীফ এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহত হয়েছেন মো. নাজমুল হাসান রনি (৩৫)। তিনি চরকাঁকড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। রনি উপজেলা আওয়ামী লীগ নেতা আনিছুল হকের ছেলে এবং বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।
পরবর্তীতে সেই স্থান থেকে পাঁচটি চকলেট বোমাসহ মাহমুদুল হক জুয়েল (২১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। তিনি চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের এমদাদুল হকের ছেলে এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী।
বোমাসহ আটকের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। মামলা রুজু করে আটক ব্যক্তিকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।’
উল্লেখ্য, বিগত প্রায় ৭ মাস যাবৎ কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবাদমান দু'টি গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন সাংবাদিকসহ দু'জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক নেতা কর্মী। প্রতিপক্ষের হামলায় অনেকে ঢাকার পঙ্গু হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। থানায় ৪০ টির অধিক মামলা রেকর্ড হয়েছে। অনেকগুলো গুরুতর অপরাধের মামলা অজ্ঞাত কারণে থানা রেকর্ড করেনি।
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
১ ঘণ্টা আগেঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শিকদার (৩৪) সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে। তিনি রঙের কাজ করতেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
৩ ঘণ্টা আগে