Ajker Patrika

কসবায় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঝাড়ুমিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৫১
কসবায় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঝাড়ুমিছিল

জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঝাড়ুমিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। 

আজ বুধবার দুপুরে উপজেলার মেহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদের বিরুদ্ধে ঈশাননগর চৌরাস্তার মোড়ে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

স্থানীয় যমুনা গ্রামের বাসিন্দা এস এম শামীম আকতারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ময়নাল হোসেন, কাদির মিয়া, দেলোয়ার হোসেন, মনির হোসেন, মমিনুল ইসলাম পারভেজ ও সুমন সরকারসহ শতাধিক স্থানীয় বাসিন্দা। 

মানববন্ধনে বক্তারা বলেন, মেহারী ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদ নিতে গেলে স্থানীয়দের কাছ থেকে এক থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। এ ব্যাপারে এলাকার মানুষ জানতে চাইলে প্রশাসনের লোককে ম্যানেজ করতে ওই টাকা নেওয়া হয় বলে অজুহাত দেখান ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদ। 

সেই সঙ্গে তিনি ক্ষমতাসীন দলের প্রভাব দেখান বলে এলাকার সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না। 

মানববন্ধন শেষে এলাকাবাসী ঈশাননগর সড়কে ঝাড়ু ও জুতা হাতে মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষ দুর্নীতিবাজ ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদের অপসারণের দাবিতে স্লোগান দেন। 

তবে অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুর্শিদ আজকের পত্রিকাকে জানান, তাঁর বিরুদ্ধে মিথ্যাচার করে এসব করা হচ্ছে। তিনি এসবের সঙ্গে জড়িত নন বলে দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত