Ajker Patrika

চবিতে পিয়নের বিরুদ্ধে সহকারী যন্ত্র প্রকৌশলীকে মারধরের অভিযোগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চবিতে পিয়নের বিরুদ্ধে সহকারী যন্ত্র প্রকৌশলীকে মারধরের অভিযোগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এক সহকারী যন্ত্র প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক পিয়নের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রকৌশলী। গতকাল বুধবার বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ওয়ার্কশপে এই ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার রেজিস্ট্রার বরাবর অভিযোগ দেন প্রকৌশলী হাদী।

অভিযুক্ত পিয়নের নাম আহমেদ কবির বাল্লা। তিনি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ওয়ার্কশপের অফিস পিয়ন। অন্যদিকে ভুক্তভোগী হাদী মো. রশিদ একই অফিসের সহকারী যন্ত্র প্রকৌশলী হিসেবে কর্মরত। 

ভুক্তভোগী হাদী মো. রশিদ আজকের পত্রিকাকে বলেন, ‘বাল্লা অফিসের পিয়ন। সে কোন কাজ করে না। অন্য একজন পিয়ন আছে, তাঁকেও কাজ করতে দেয় না। সে স্থানীয় হিসেবে দাপট দেখায়। বাল্লাকে কাজের নির্দেশ দিলে সে কাজ না করে উল্টো লোহার পাইপ দিয়ে আমার মাথায় ও শরীরে আঘাত করে। আঘাতে আমার মাথা থেকে বেশ রক্তক্ষরণ হয়। সে আমাকে বিভিন্ন ধরনের হুমকি ধামকির দিয়ে আসছে। আমি রেজিস্ট্রার বরাবর অভিযোগ দিয়েছি।’ 

হাদী মো. রশিদ আরও বলেন, সে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে জড়িত। এলাকায় মাস্তানি ও চাঁদাবাজি করে। তবে তাঁর কাছে সন্ত্রাসী সংগঠনের নাম জানতে চাইলে তিনি সংগঠনের নাম বলতে পারেননি। 

তবে অভিযোগ অস্বীকার করে আহমেদ কবির বাল্লা আজকের পত্রিকাকে বলেন, আমি তাঁকে মারধর করিনি। উনিই আমাকে রড দিয়ে ১২ / ১৩টি আঘাত করেছেন। হাদি মো. রশিদ স্যার আমাকে স্টোর রুম থেকে একটা চশমা আনতে বলেন। তখন আমি তাঁকে বলেছি স্টোর রুমের চাবি তো আমার কাছে নেই। এটার চাবি তো নাজিম স্যারের (স্টোর কিপার) কাছে। তখন উনি আমাকে নাজিম স্যারের কাছে যেতে বলেন। তখন আমি বলছি আপনিও চলেন। এ কথা বলার পর তিনি রড দিয়ে আমার মাথায় আঘাত করতে থাকেন। আমি বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চিকিৎসা নিয়েছি। রোববার বিজ্ঞান অনুষদের ডিন বরাবর লিখিত অভিযোগ দেব। 

তবে বাল্লার অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী হাদী জানান, সে বাঁচার জন্য এসব বানোয়াট কথাবার্তা বলছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত