Ajker Patrika

‘স্যার মনে করছে জাল ভোট দিতাছি, তাই এক ঘণ্টা বসাইয়া রাখছে’

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
আপডেট : ১৫ জুন ২০২২, ১৬: ১৯
‘স্যার মনে করছে জাল ভোট দিতাছি, তাই এক ঘণ্টা বসাইয়া রাখছে’

আবদুল মতিন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৯ নম্বর ওয়ার্ডে নিজের ভোট দিয়ে নগরীর বিভিন্ন কেন্দ্রের অবস্থা দেখতে বের হয়ে শাস্তি পেয়েছেন। তবে সেটা জেল-জরিমানা নয়, দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে তাঁকে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। 

ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্রে ঘোরার সময় ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাগিচাগাঁও স্কুলের সামনে থেকে তাঁকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। পরে তাঁকে জেল ও জরিমানা না দিয়ে গাড়িতে বসিয়ে রাখার শাস্তি দেন তিনি। এক ঘণ্টা পরে দুপুর দেড়টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

গাড়ি থেকে নেমে নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানাকে স্যালুট দেন মতিন। ছাড়া পেয়ে উৎফুল্ল আব্দুল মতিন বলেন, ‘আমার ক্ষমতা সম্পর্কে কর্মকর্তা জানেন না। জানলে গাড়িতে বসাইয়া রাখতেন না।’ 

সম্মানহানি হবে এই আশঙ্কায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে পরে নিজের পরিচয় দেননি বলে দাবি করেন মতিন।

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

আব্দুল মতিনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি নৌকার সমর্থক। তিনি কুমিল্লা মিশন স্কুলের ভোটার ছিলেন, যেটি নগরের ৯ নম্বর ওয়ার্ডে আওতাভুক্ত। কী কারণে তাঁকে গাড়িতে বসিয়ে রাখা হয়েছে জানতে চাইলে মতিন বলেন, ‘বারবার কেন্দ্রের মধ্যে ঢুকছিলাম। স্যার মনে করেছে আমি জাল ভোট দিতাছি। সমস্যা নাই। এক ঘণ্টা বসাইয়া রাখছে।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত