নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন ম্রোপাড়ায় ঘরবাড়িতে আগুন দেওয়া, হামলা ও ভাঙচুরের সর্বশেষ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। এতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আটটি বাড়ি পুড়ে যায়। তা ছাড়া, লুট করা হয় ঘরের জিনিসপত্র ও গবাদিপশু। এ ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে স্থানীয় থানায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের কাছে এ অভিযোগ করেছে অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা এ অভিযোগ করে। এ সময় সরই ভূমিরক্ষা কমিটির পক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ভুক্তভোগী পাহাড়িদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পাহাড়ে বসবাসকারী মানুষেরা খুব শান্তিপ্রিয়। তাঁরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই গ্রামে যা হয়েছে, আমি যা দেখেছি, এ ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে, তারা চরম অপরাধ করেছে।’ তিনি আরও বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিষয়ে খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ম্রোপাড়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতরা কখনো ছাড় পাবে না।’
৫ জানুয়ারি কমিশনের চার সদস্যের একটি তদন্ত দল রেংয়েন ম্রোপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এর আগে গত বছরের ২৬ এপ্রিল সরই এলাকায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস ও চাষাবাদ করে—এমন প্রায় ৪০০ একর ভূমিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩৫০ একর জুমের জমি পুড়ে যায়। এই ৪০০ একর ভূমি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন রেংয়েন, লাংকম ও জয়চন্দ্র পাড়ার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা। এই ৪০০ একর জমি নিজেদের ইজারার জায়গা বলে দাবি করে আসছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
৭ জানুয়ারি রেংয়েনপাড়ার কার্বারি রেংয়েন ম্রো বাদী হয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের রেংয়েন ম্রোপাড়ায় ঘরবাড়িতে আগুন দেওয়া, হামলা ও ভাঙচুরের সর্বশেষ ঘটনাটি ঘটেছে ১ জানুয়ারি। এতে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আটটি বাড়ি পুড়ে যায়। তা ছাড়া, লুট করা হয় ঘরের জিনিসপত্র ও গবাদিপশু। এ ঘটনায় ৭ জানুয়ারি মামলা হয়েছে স্থানীয় থানায়। তবে, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের কাছে এ অভিযোগ করেছে অগ্নিসংযোগ ও হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেলে তারা এ অভিযোগ করে। এ সময় সরই ভূমিরক্ষা কমিটির পক্ষে মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে একটি স্মারকলিপি দেওয়া হয়। ভুক্তভোগী পাহাড়িদের সঙ্গে কথা বলার পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘পাহাড়ে বসবাসকারী মানুষেরা খুব শান্তিপ্রিয়। তাঁরা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এই গ্রামে যা হয়েছে, আমি যা দেখেছি, এ ঘটনাগুলো যে বা যারা ঘটিয়েছে, তারা চরম অপরাধ করেছে।’ তিনি আরও বলেন, ‘যারা অন্যায় করেছে, তাদের বিষয়ে খবর নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ম্রোপাড়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় জড়িতরা কখনো ছাড় পাবে না।’
৫ জানুয়ারি কমিশনের চার সদস্যের একটি তদন্ত দল রেংয়েন ম্রোপাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেছিল। এর আগে গত বছরের ২৬ এপ্রিল সরই এলাকায় ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠী বসবাস ও চাষাবাদ করে—এমন প্রায় ৪০০ একর ভূমিতে আগুন দেওয়া হয়। এতে প্রায় ৩৫০ একর জুমের জমি পুড়ে যায়। এই ৪০০ একর ভূমি রক্ষার দাবিতে আন্দোলন করে আসছেন রেংয়েন, লাংকম ও জয়চন্দ্র পাড়ার ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসিন্দারা। এই ৪০০ একর জমি নিজেদের ইজারার জায়গা বলে দাবি করে আসছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
৭ জানুয়ারি রেংয়েনপাড়ার কার্বারি রেংয়েন ম্রো বাদী হয়ে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ১৫০ থেকে ১৭০ জনকে আসামি করে মামলা করেন।
এ মামলায় কেউ গ্রেপ্তার হয়েছে কি না, জানতে চাইলে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, মামলাটির তদন্ত চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
১ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
২ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
২ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
২ ঘণ্টা আগে