দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অসহায় ও দুস্থ ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মেরুং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের, বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি রিজিয়ন ও সেনা পরিবার কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার নিতে এসে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর (৬৫) বলেন, সেনাবাহিনীর ঈদ উপহার পেয়ে অন্তত খুশি এবং আনন্দিত। একই আবেগ প্রকাশ করেন শেফালী বেগম (৫০)।
ঈদ উপহার নিতে অপরজন বিমঙ্গল চাকমা (৭০) বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ উপহার পেয়েছি, খুব ভালো লেগেছে। মুসলিমদের ঈদ আমরাও উপভোগ করতে পারব। এটি অনেক আনন্দের অনুভূতি।
মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি-বাঙালি নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা বদ্ধপরিকর। আমরা সেনাবাহিনীর এ মহতী উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
রিজিয়ন কমান্ডার আরও বলেন, ‘আমরা সব সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করি। এ দেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আমরা এ পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমরা এই ঈদেও সকলের সঙ্গে আনন্দ এবং উৎসব ভাগাভাগি করে কাটিয়ে দিতে চাই। ধর্ম, বর্ণ, জাতি ও নির্বিশেষে সব সময় ভালো কাজের মাধ্যমে পাশে থাকব। আমরা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিএসপি, এনডিসি, পিএসসি এবং খাগড়াছড়ি রিজিয়নের সেপকসের সহ সভানেত্রী রাবেয়া জাহাঙ্গীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি ও জোন অধিনায়কের সহধর্মিণী মিসেস রেহনুমা মুনজুর প্রমুখ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার অসহায় ও দুস্থ ৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার মেরুং ইউপির ৪ নম্বর ওয়ার্ডের, বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খাগড়াছড়ি রিজিয়ন ও সেনা পরিবার কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় এতিম শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার নিতে এসে স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর (৬৫) বলেন, সেনাবাহিনীর ঈদ উপহার পেয়ে অন্তত খুশি এবং আনন্দিত। একই আবেগ প্রকাশ করেন শেফালী বেগম (৫০)।
ঈদ উপহার নিতে অপরজন বিমঙ্গল চাকমা (৭০) বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ঈদ উপহার পেয়েছি, খুব ভালো লেগেছে। মুসলিমদের ঈদ আমরাও উপভোগ করতে পারব। এটি অনেক আনন্দের অনুভূতি।
মেরুং ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি-বাঙালি নির্বিশেষে এই এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা বদ্ধপরিকর। আমরা সেনাবাহিনীর এ মহতী উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘খাগড়াছড়ি রিজিয়ন পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
রিজিয়ন কমান্ডার আরও বলেন, ‘আমরা সব সময় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরভাবে কাজ করি। এ দেশে সন্ত্রাসী এবং চাঁদাবাজদের কোনো স্থান নেই। আমরা এ পার্বত্য অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব। আমরা এই ঈদেও সকলের সঙ্গে আনন্দ এবং উৎসব ভাগাভাগি করে কাটিয়ে দিতে চাই। ধর্ম, বর্ণ, জাতি ও নির্বিশেষে সব সময় ভালো কাজের মাধ্যমে পাশে থাকব। আমরা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’
ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বিএসপি, এনডিসি, পিএসসি এবং খাগড়াছড়ি রিজিয়নের সেপকসের সহ সভানেত্রী রাবেয়া জাহাঙ্গীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন-খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান, দীঘিনালা জোনের জোন কমান্ডার লে. কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী, পিএসসি ও জোন অধিনায়কের সহধর্মিণী মিসেস রেহনুমা মুনজুর প্রমুখ।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
২১ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৬ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৪১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে