নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ, ৩০ র্যাব সদস্য, ২০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।
এদিকে অভিযানের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার পর থেকে ফুটপাতে ব্যবসা করে আসছি। আজ ৫-৬ হাজার হকারের রুটি–রুজিতে আঘাত এসেছে। পুনর্বাসনের দাবি আমাদের পক্ষ থেকে সব সময় ছিল। তা না করে এ ধরনের উচ্ছেদ আমাদের বেকার করে দিয়েছে।’
এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।’ একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথাও জানান এ ম্যাজিস্ট্রেট।
চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের উচ্ছেদ অভিযান।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত হকারমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অভিযানে ২০০ পুলিশ, ৩০ র্যাব সদস্য, ২০০ শ্রমিকসহ বিপুলসংখ্যক চসিকের নিজস্ব নিরাপত্তাকর্মী ও আনসার সদস্যরা অংশ নেয়।
এদিকে অভিযানের বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চট্টগ্রাম ফুটপাত হকার সমিতির সভাপতি নুরুল আলম লেদু আজকের পত্রিকাকে বলেন, ‘স্বাধীনতার পর থেকে ফুটপাতে ব্যবসা করে আসছি। আজ ৫-৬ হাজার হকারের রুটি–রুজিতে আঘাত এসেছে। পুনর্বাসনের দাবি আমাদের পক্ষ থেকে সব সময় ছিল। তা না করে এ ধরনের উচ্ছেদ আমাদের বেকার করে দিয়েছে।’
এ বিষয়ে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়ে চলে বিকেল পর্যন্ত। বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করছে। উচ্ছেদের পর এলাকাটি নজরদারিতে রাখা হবে, যাতে ফের দখল না হয়।’ একই সঙ্গে নিরাপত্তা বেষ্টনী দেওয়ার কথাও জানান এ ম্যাজিস্ট্রেট।
চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম বলেন, ‘পথচারীদের চলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের উচ্ছেদ অভিযান।’ জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার, তাঁর মা মনোয়ারা সিকদারসহ তাঁদের পরিবারের সদস্যদের নামে থাকা ২০৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর ১৪টি বিদেশি ব্যাংকের হিসাব। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
৬ মিনিট আগেপুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
১২ মিনিট আগেগবাদিপশুর হাট ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট ইজারায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে আজ বুধবার বেলা ১১টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক রুবেল হাসান।
১৮ মিনিট আগেবিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘সংস্কার যেটুকু প্রয়োজন, দ্রুত সেরে ফেলে নির্বাচন দিন। নির্বাচন নিয়ে যদি টালবাহানা করেন, তাহলে উদ্ভূত পরিস্থিতির দায়দায়িত্ব যাঁরা ক্ষমতায় আছেন, তাঁদেরই নিতে হবে।’
১৯ মিনিট আগে