মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ২৫ টিরও বেশি দোকান। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারের প্রজেক্ট রোডের ইদ্রিস বলি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষ এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ওই মার্কেটের বিমল বৌদ্ধর বিমল টিম্বার অ্যান্ড ফার্নিচার, জামশেদ আলমের মা ফার্নিচার শোরুম, মঞ্জুর সাউন্ড সিস্টেম, সরওয়ারের নকশার দোকান, বাবলুর ফার্নিচারের দোকান, বিকাশ চক্রবর্তীর বানুভুষণ ফার্মেসি, নুর আলমের কুলিং কর্নার, গফুর সওদাগরের কুলিং কর্নার, চন্দ্র বেদনাথের বৈশাখী টেইলার্স, মনির আহম্মদের সাব্বির গ্যাস অ্যান্ড এসএস, আবুল কাশেমের কাঠের দোকান, নুর হোসেনের কাঠের দোকান, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর অফিস, বাবুর নকশা ঘর, কালুর সবিতা মেটাল, দেবু দেবনাথের ডিমের আড়ত, নাজিমের মোটরসাইকেল গ্যারেজসহ প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত মা ফার্নিচারের মালিক জামশেদ আলম বলেন, ‘সবিতা মেটালের ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে একে ২৫টি দোকান পুড়ে যায়। এতে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
আরেক ব্যবসায়ী মো. মঞ্জু বলেন, ‘এনজিও থেকে আট লাখ টাকার ঋণ নিয়ে সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতি নিয়েছিলাম। আগুন এখন আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। কি করে ঋণের টাকা দেব কিছুই বুঝতে পারছি না।’
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ছাত্রলীগ নেতা কর্মী ও স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। সময় মতো যদি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না আসত তাহলে পুরো জোরারগঞ্জ বাজার পুড়ে ছাই হয়ে যেতো।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তিনটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।’
চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে আগুনে পুড়ে গেছে ২৫ টিরও বেশি দোকান। গতকাল বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ বাজারের প্রজেক্ট রোডের ইদ্রিস বলি মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এলাকার সাধারণ মানুষ এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ওই মার্কেটের বিমল বৌদ্ধর বিমল টিম্বার অ্যান্ড ফার্নিচার, জামশেদ আলমের মা ফার্নিচার শোরুম, মঞ্জুর সাউন্ড সিস্টেম, সরওয়ারের নকশার দোকান, বাবলুর ফার্নিচারের দোকান, বিকাশ চক্রবর্তীর বানুভুষণ ফার্মেসি, নুর আলমের কুলিং কর্নার, গফুর সওদাগরের কুলিং কর্নার, চন্দ্র বেদনাথের বৈশাখী টেইলার্স, মনির আহম্মদের সাব্বির গ্যাস অ্যান্ড এসএস, আবুল কাশেমের কাঠের দোকান, নুর হোসেনের কাঠের দোকান, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল দেওয়ানজীর অফিস, বাবুর নকশা ঘর, কালুর সবিতা মেটাল, দেবু দেবনাথের ডিমের আড়ত, নাজিমের মোটরসাইকেল গ্যারেজসহ প্রায় ২৫টি দোকান পুড়ে গেছে।
আগুনে ক্ষতিগ্রস্ত মা ফার্নিচারের মালিক জামশেদ আলম বলেন, ‘সবিতা মেটালের ওয়েল্ডিং মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে চড়িয়ে পড়ে একে ২৫টি দোকান পুড়ে যায়। এতে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।’
আরেক ব্যবসায়ী মো. মঞ্জু বলেন, ‘এনজিও থেকে আট লাখ টাকার ঋণ নিয়ে সাউন্ড সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতি নিয়েছিলাম। আগুন এখন আমার সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। কি করে ঋণের টাকা দেব কিছুই বুঝতে পারছি না।’
জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ছাত্রলীগ নেতা কর্মী ও স্থানীয়দের নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনি। সময় মতো যদি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস না আসত তাহলে পুরো জোরারগঞ্জ বাজার পুড়ে ছাই হয়ে যেতো।’
তিনি আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’
মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের তিনটি ইউনিট গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১৯ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৪২ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে