Ajker Patrika

ইফতারে ভাজা-পোড়ার বদলে খিচুড়ি খান— দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৮: ১৩
ইফতারে ভাজা-পোড়ার বদলে খিচুড়ি খান— দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে প্রচারণা

ইফতারে ভাজা–পোড়া, ছোলা, পেঁয়াজু ও বেগুনির পরিবর্তে খিচুড়ি খাওয়ার ভিন্নধর্মী প্রচারণা চালিয়েছে ভোক্তাদের স্বার্থ রক্ষাকারী সংগঠন–কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চট্টগ্রাম শাখা। আজ মঙ্গলবার বিশ্ব ভোক্তা অধিকার দিবসে–নগরীর কাজীর দেউরীস্থ সার্কিট হাউস চত্বরে এক মানববন্ধনে প্রচারণা চালিয়েছে সংগঠনটি। 

সংগঠনটির দাবি–খিচুড়ি খেলে অসাধু, সিন্ডিকেট, মূল্য সন্ত্রাসী, মজুতদারদের অপকর্ম রোখা যাবে। পাশাপাশি এই ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়ে উঠবে। 

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ক্যাবের সংগঠক ও প্রজন্ম চট্টগ্রামে প্রধান নির্বাহী চৌধুরী জসিমুল হকের সঞ্চালনায় সংহতি জানান ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, সহসভাপতি হাজী আবু তাহের, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আবদুল মান্নান, ক্যাব মহানগরের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সদরঘাট থানা শাখার সভাপতি শাহীন চৌধুরী প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, দেশে ইফতারে প্লেট ভর্তি ছোলা, পেঁয়াজু, বেগুনি, চপ, জিলাপি ও মুড়ি ছাড়া হয় না। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, ইফতারিতে ভাজাপোড়া খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। সে জন্য বিকল্প হিসেবে খিচুড়ি শরীরের জন্য ফলদায়ক বলে দিয়েছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত