Ajker Patrika

রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে গ্রাম্য কবিরাজ নিহতের অভিযোগ

বান্দরবান প্রতিনিধি
রোয়াংছড়িতে দুর্বৃত্তের গুলিতে গ্রাম্য কবিরাজ নিহতের অভিযোগ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মংসাই মারমা (৪০) নামের এক গ্রাম্য কবিরাজকে (বৈদ‍্য) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মংসাই মারমা রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের খতং প্রু পাড়ার মৃত চিংহ্লা মংয়ের ছেলে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ২ নম্বর তারাছা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খতংপ্রু পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পাড়াবাসীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন তারাছা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উনুমং মারমা। 

তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা মঙ্গলবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘অস্ত্রধারী দুর্বৃত্তরা মুখোশ পরে পাড়ায় এসে গুলি করে মংসাই মারমাকে গুলি করে হত‍্যা করে চলে যায়। এ ঘটনার পর পাড়ার লোকজনের মধ‍্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মরদেহ পাড়ায় পড়ে আছে। 

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘নিহত ব‍্যক্তি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই। কে বা কারা তাঁকে হত‍্যা করেছে। সেটাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’ 

এ ব‍্যাপারে যোগাযোগ করা হলে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, ‘তারাছা ইউনিয়নের খতংপ্রু পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে একজন মারা যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মালয়েশিয়ায় স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ১৪ হাজার টাকা

বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিচয় মিলেছে

অমীমাংসিত বিষয় সমাধানে পাকিস্তানের দাবি নাকচ করল সরকার

১৫ বছর যাদের জন্য লড়াই করলাম, তারা এখন আমাকে ধাক্কা দেয়: রুমিন ফারহানা

রাজশাহীতে বরখাস্ত হওয়া এসআইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত