কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
সচরাচর মহিষ হয় কালো রঙের। গোলাপি সাদা মহিষ খুবই বিরল। এমন দুটি গোলাপি রঙের মহিষের এসেছে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক কোরবানির হাটে।
গত কয়েক দিন ধরে মহিষ দুটি দেখতে উৎসুক জনতার ভিড় করছেন। মহিষটির যে ব্যাপারী এনেছেন তিনি নাম দিয়েছেন ‘রাজাবাবু’। আরেকটির নাম দেওয়া হয়েছে ‘পদ্মা’।
ব্যাপারীর দাবি, একটি মহিষের ওজন ৯ মণ অন্যটির ৭ মণ। ১৫ লাখ টাকায় দুটি মহিষ তিনি বিক্রি করে দিতে চান। তবে এখনো ক্রেতারা আশানুরূপ দাম বলছেন না।
ব্যাপারী জানান, তিনি মহিষ দুটি এনেছেন সিলেট থেকে। সিলেটে এসেছে ভারত থেকে।
সাদা মহিষ বা সাদা বাইসন (অনেকে বলেন পিংক বা অ্যালবিনো বাফেলো) হলো আমেরিকান মহিষ। কয়েকটি নেটিভ আমেরিকান ধর্মে এ ধরনের মহিষকে পবিত্র বা আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হয়। প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় আচারের সময় এ ধরনের মহিষ রাখা হয়। অ্যালবিনো মহিষ বিভিন্ন শারীরিক অবস্থার কোনো একটি হতে পারে:
এরা অ্যালবিনো হতে পারে, এ ক্ষেত্রে সারা জীবন ত্বকে কোনো পিগমেন্ট থাকে না। এদের শ্রবণ ও দৃষ্টি সমস্যাও থাকতে পারে।
এরা সাদা পশমযুক্ত লিউসিস্টিক হতে পারে। তবে অ্যালবিনো মহিষের মতো গোলাপি রঙের পরিবর্তে সাদা পশম ও নীল চোখের হয়।
একটি বিরল জেনেটিক অবস্থার কারণেও এমনটি হতে পারে। সাদা হয়ে জন্মায়, তবে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এক বা দুই বছরের মধ্যে বাদামি রং ধারণা করে।
এরা বাইসন এবং গরুর সংকরও হতে পারে। সাদা গরু থেকে বংশানুক্রমে সাদা রঙের উত্তরাধিকারী হতে পারে।
সাদা বা গোলাপি মহিষ অত্যন্ত বিরল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাইসন অ্যাসোসিয়েশনের ধারণা, প্রতি ১ কোটিতে একটি গোলাপি মহিষ জন্মে। এগুলো প্রাকৃতিকভাবে ঘটে। যদিও বাছাইকৃত প্রজননের (সিলেকটিভ ব্রিডিং) মাধ্যমে সংখ্যা বাড়ানো যেতে পারে।
সচরাচর মহিষ হয় কালো রঙের। গোলাপি সাদা মহিষ খুবই বিরল। এমন দুটি গোলাপি রঙের মহিষের এসেছে চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জারটেক কোরবানির হাটে।
গত কয়েক দিন ধরে মহিষ দুটি দেখতে উৎসুক জনতার ভিড় করছেন। মহিষটির যে ব্যাপারী এনেছেন তিনি নাম দিয়েছেন ‘রাজাবাবু’। আরেকটির নাম দেওয়া হয়েছে ‘পদ্মা’।
ব্যাপারীর দাবি, একটি মহিষের ওজন ৯ মণ অন্যটির ৭ মণ। ১৫ লাখ টাকায় দুটি মহিষ তিনি বিক্রি করে দিতে চান। তবে এখনো ক্রেতারা আশানুরূপ দাম বলছেন না।
ব্যাপারী জানান, তিনি মহিষ দুটি এনেছেন সিলেট থেকে। সিলেটে এসেছে ভারত থেকে।
সাদা মহিষ বা সাদা বাইসন (অনেকে বলেন পিংক বা অ্যালবিনো বাফেলো) হলো আমেরিকান মহিষ। কয়েকটি নেটিভ আমেরিকান ধর্মে এ ধরনের মহিষকে পবিত্র বা আধ্যাত্মিকভাবে তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হয়। প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় আচারের সময় এ ধরনের মহিষ রাখা হয়। অ্যালবিনো মহিষ বিভিন্ন শারীরিক অবস্থার কোনো একটি হতে পারে:
এরা অ্যালবিনো হতে পারে, এ ক্ষেত্রে সারা জীবন ত্বকে কোনো পিগমেন্ট থাকে না। এদের শ্রবণ ও দৃষ্টি সমস্যাও থাকতে পারে।
এরা সাদা পশমযুক্ত লিউসিস্টিক হতে পারে। তবে অ্যালবিনো মহিষের মতো গোলাপি রঙের পরিবর্তে সাদা পশম ও নীল চোখের হয়।
একটি বিরল জেনেটিক অবস্থার কারণেও এমনটি হতে পারে। সাদা হয়ে জন্মায়, তবে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে এক বা দুই বছরের মধ্যে বাদামি রং ধারণা করে।
এরা বাইসন এবং গরুর সংকরও হতে পারে। সাদা গরু থেকে বংশানুক্রমে সাদা রঙের উত্তরাধিকারী হতে পারে।
সাদা বা গোলাপি মহিষ অত্যন্ত বিরল। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাইসন অ্যাসোসিয়েশনের ধারণা, প্রতি ১ কোটিতে একটি গোলাপি মহিষ জন্মে। এগুলো প্রাকৃতিকভাবে ঘটে। যদিও বাছাইকৃত প্রজননের (সিলেকটিভ ব্রিডিং) মাধ্যমে সংখ্যা বাড়ানো যেতে পারে।
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৩ মিনিট আগে