Ajker Patrika

নাইক্ষ্যংছড়িতে ঢলে ভেসে যাওয়া ব্যক্তির মরদেহ ২ দিন পর উদ্ধার

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  
নাইক্ষ্যংছড়িতে ঢলে ভেসে যাওয়া ব্যক্তির মরদেহ ২ দিন পর উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িতে পাহাড়ি ঢলের স্রোতে নিখোঁজ ফংছা মার্মার (৬৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। 

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকার কুদু খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

তিনি সোনাইছড়ি এলাকার ঠাকুর পাড়া ৪ নম্বর ওয়ার্ডের মৃত মংক্য মার্মার ছেলে। 

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এন্যানিং মার্মা বিষয়টি নিশ্চিত করেছেন। 

ইউপি চেয়ারম্যান জানান, গত সোমবার নিজের ধানের জমিতে চাষাবাদের উদ্দেশ্যে বাড়ি হতে রওনা হন ফংছা মার্মা। কুদু খাল পার হওয়ার সময় ঢলের পানির স্রোতে ভেসে যান তিনি। তাঁকে উদ্ধার করতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও পাওয়া যায়নি। আজ সকালে কুদু খালের ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গাছের শিকড়ের সঙ্গে আটকে থাকা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমেন শর্মা বলেন, ঘটনার পর থেকে পাহাড়ি এলাকায় সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত