সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদকাসক্ত কিশোর ছেলেকে (১৬) রশি দিয়ে বেঁধে পুলিশে দিতে থানায় হাজির হয়েছেন রাবেয়া আক্তার নামের এক নারী। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ছেলেকে নিয়ে তিনি সোনাগাজী থানায় হাজির হন।
রাবেয়া আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী না থাকায় বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করেন রাবেয়া আক্তার। ছেলেকে পড়ালেখা করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এলাকায় বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে সে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে থাকে। তাকে বারবার নিষেধ করলেও শোনেনি। একপর্যায়ে নেশার টাকা জোগাতে গোপনে নিজের ঘরের জিনিসপত্র বাইরে বিক্রি শুরু করে। এমনকি সে তার মায়ের ওপর চড়াও হতে শুরু করে। মাকে মেরে ফেলার হুমকি দেয়।
আজ মঙ্গলবার সকালে থাকার ঘরের টিন খুলে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল ছেলে। তখন তার মা নিষেধ করলে তাঁর গলা টিপে ধরে। পরে দুই হাত ও কোমরে রশি দিয়ে বেঁধে সোনাগাজী মডেল থানায় হাজির হন রায়েবা আক্তার ও তাঁর মা। থানায় গেলে ছেলেকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে রাবেয়া আক্তার বলেন, ‘ছেলেকে নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছি। তাকে পড়ালেখা করানোর চেষ্টা করেছি। কিন্তু সে এলাকার কিছু ছেলের সঙ্গে মিশে খারাপ হয়ে গেছে। নেশাও করে। বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগ আসলে তাকে নিষেধ করায় আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সবকিছু শেষ করে এখন ঘরের টিন খুলে বিক্রি শুরু করছে। তাই অতিষ্ঠ হয়ে রশি দিয়ে বেঁধে তাকে থানায় দিতে এসেছি। যদি কিছুদিন জেলে থেকে ভালো হয়ে ফিরে, তবে শান্তি পাব।’
রাবেয়া মা মাফিয়া খাতুন বলেন, ‘মেয়ের স্বামী না থাকায় তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। কিন্তু তার ছেলে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয়। তার মাকে মারধর করে। তাই তাকে থানায় দিতে নিয়ে এসেছি।’
স্থানীয় ইউিনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এস্কান্দার রকি বলেন, ‘ওই ছেলের নামে অনেক অভিযোগ পেয়েছি। তাকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। এরপরও সে ভালো হয়নি। তার মা ফোন দিয়ে বিষয়টি জানালে থানায় নিয়ে যেতে বলি। ছেলেটি কিশোর গ্যাংয়ের সঙ্গেও জড়িত থাকতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায় পলাশ আজকের পত্রিকাকে বলেন, ছেলেকে রশি দিয়ে বেঁধে তার মা থানায় নিয়ে এসেছিলেন। বয়স কম হওয়ায় তার মাকে সোনাগাজী হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে বলা হয়েছে। এরপরও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফেনীর সোনাগাজীতে মাদকাসক্ত কিশোর ছেলেকে (১৬) রশি দিয়ে বেঁধে পুলিশে দিতে থানায় হাজির হয়েছেন রাবেয়া আক্তার নামের এক নারী। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে ছেলেকে নিয়ে তিনি সোনাগাজী থানায় হাজির হন।
রাবেয়া আক্তারের পরিবার সূত্রে জানা গেছে, স্বামী না থাকায় বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করেন রাবেয়া আক্তার। ছেলেকে পড়ালেখা করানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এলাকায় বিভিন্ন খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ে সে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে থাকে। তাকে বারবার নিষেধ করলেও শোনেনি। একপর্যায়ে নেশার টাকা জোগাতে গোপনে নিজের ঘরের জিনিসপত্র বাইরে বিক্রি শুরু করে। এমনকি সে তার মায়ের ওপর চড়াও হতে শুরু করে। মাকে মেরে ফেলার হুমকি দেয়।
আজ মঙ্গলবার সকালে থাকার ঘরের টিন খুলে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল ছেলে। তখন তার মা নিষেধ করলে তাঁর গলা টিপে ধরে। পরে দুই হাত ও কোমরে রশি দিয়ে বেঁধে সোনাগাজী মডেল থানায় হাজির হন রায়েবা আক্তার ও তাঁর মা। থানায় গেলে ছেলেকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হয়।
এ বিষয়ে রাবেয়া আক্তার বলেন, ‘ছেলেকে নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছি। তাকে পড়ালেখা করানোর চেষ্টা করেছি। কিন্তু সে এলাকার কিছু ছেলের সঙ্গে মিশে খারাপ হয়ে গেছে। নেশাও করে। বিভিন্ন বাড়িতে চুরির অভিযোগ আসলে তাকে নিষেধ করায় আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সবকিছু শেষ করে এখন ঘরের টিন খুলে বিক্রি শুরু করছে। তাই অতিষ্ঠ হয়ে রশি দিয়ে বেঁধে তাকে থানায় দিতে এসেছি। যদি কিছুদিন জেলে থেকে ভালো হয়ে ফিরে, তবে শান্তি পাব।’
রাবেয়া মা মাফিয়া খাতুন বলেন, ‘মেয়ের স্বামী না থাকায় তাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। কিন্তু তার ছেলে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি করে বিক্রি করে দেয়। তার মাকে মারধর করে। তাই তাকে থানায় দিতে নিয়ে এসেছি।’
স্থানীয় ইউিনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এস্কান্দার রকি বলেন, ‘ওই ছেলের নামে অনেক অভিযোগ পেয়েছি। তাকে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। এরপরও সে ভালো হয়নি। তার মা ফোন দিয়ে বিষয়টি জানালে থানায় নিয়ে যেতে বলি। ছেলেটি কিশোর গ্যাংয়ের সঙ্গেও জড়িত থাকতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সূদ্বীপ রায় পলাশ আজকের পত্রিকাকে বলেন, ছেলেকে রশি দিয়ে বেঁধে তার মা থানায় নিয়ে এসেছিলেন। বয়স কম হওয়ায় তার মাকে সোনাগাজী হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে বলা হয়েছে। এরপরও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে