চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলায় আওয়ামী লীগের নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামি আরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে চকরিয়া থানার পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে পূর্ব বড়ভেওলার সিকদারপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল ওই গ্রামের মহি উদ্দিনের ছেলে।
মৃত নাছির উদ্দিন নোবেল পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের হাজী আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। এ ঘটনার এক দিন পর নাছিরের ছোট ভাই মামুনুর রশিদ বাদী হয়ে ১৯ আগস্ট ২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালের ১৭ আগস্ট জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন নাছির উদ্দিন নোবেল। পূর্ব বড়ভেওলার পশ্চিম সিকদারপাড়ার চাষের কিছু ফসলি জমি নাছির উদ্দিন নোবেল পক্ষের লোকজনের দখলে ছিল। ওই জমি নিয়ে ঝোলারপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আমির হোসেন এবং দিয়ারচর গ্রামের এনামুল হকের মধ্যে নাছিরের বিরোধ ছিল।
ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই বিরোধপূর্ণ জমিতে নাছিরের লোকজন চাষ করতে গেলে ঝোলারপাড়া ও দিয়ারচর গ্রামের ৩০-৪০ জন এসে বাধা দেন। ওই সময় প্রতিপক্ষের কয়েকজন নাছিরের পক্ষের কৃষককে মারধর করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপুর ১টার দিকে নাছির লোকজন নিয়ে ঘটনাস্থলে যান এবং হাতে মাইক নিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন গুলি ছুড়লে নাছিরসহ ১০ জন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলায় আওয়ামী লীগের নেতা নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামি আরিফুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করেছে চকরিয়া থানার পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাত ৮টার দিকে পূর্ব বড়ভেওলার সিকদারপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল ওই গ্রামের মহি উদ্দিনের ছেলে।
মৃত নাছির উদ্দিন নোবেল পূর্ব বড়ভেওলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের হাজী আব্দুল খালেক সিকদারের ছেলে। তিনি চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজ ছাত্রসংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও মাতামুহুরি সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের নেতা ছিলেন। এ ঘটনার এক দিন পর নাছিরের ছোট ভাই মামুনুর রশিদ বাদী হয়ে ১৯ আগস্ট ২০ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালের ১৭ আগস্ট জমিজমার বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে নিহত হন নাছির উদ্দিন নোবেল। পূর্ব বড়ভেওলার পশ্চিম সিকদারপাড়ার চাষের কিছু ফসলি জমি নাছির উদ্দিন নোবেল পক্ষের লোকজনের দখলে ছিল। ওই জমি নিয়ে ঝোলারপাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য আমির হোসেন এবং দিয়ারচর গ্রামের এনামুল হকের মধ্যে নাছিরের বিরোধ ছিল।
ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে ওই বিরোধপূর্ণ জমিতে নাছিরের লোকজন চাষ করতে গেলে ঝোলারপাড়া ও দিয়ারচর গ্রামের ৩০-৪০ জন এসে বাধা দেন। ওই সময় প্রতিপক্ষের কয়েকজন নাছিরের পক্ষের কৃষককে মারধর করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে দুপুর ১টার দিকে নাছির লোকজন নিয়ে ঘটনাস্থলে যান এবং হাতে মাইক নিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু প্রতিপক্ষের লোকজন গুলি ছুড়লে নাছিরসহ ১০ জন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক নাছিরকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নাছির উদ্দিন নোবেল হত্যা মামলার অন্যতম আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়ায় ছাত্রীর আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় শাহিন ইসলাম (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে নোয়াখালীর সুধারাম উপজেলার হাউজিং সেন্টার রোড থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
৩ মিনিট আগেপটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বাজার এলাকায় র্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীকে হাতকড়া পরিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে গতকাল রাতে ঘটনা জানাজানি হয়।
৩২ মিনিট আগেআগামী একনেক সভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের (ডিপিপি) অনুমোদনের দাবিতে অনির্দিষ্টকালের গণ-অনশনে থাকা ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল শনিবার সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এ শিক্ষার্থীরা গণ অনশন শুরু করেন।
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
৮ ঘণ্টা আগে