Ajker Patrika

আনোয়ারায় আগুনে পুড়েছে ১৮ পরিবারের বসতঘর, শিশুসহ দগ্ধ ৫

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ১৮
আনোয়ারায় আগুনে পুড়েছে ১৮ পরিবারের বসতঘর, শিশুসহ দগ্ধ ৫

চট্টগ্রামের আনোয়ারায় গভীর রাতে আগুনে পুড়েছে ১৮টি পরিবারের বসতঘর। গতকাল রোববার রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পরুয়াপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন গুরুতর দগ্ধ হয়েছেন।

অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন মো. জামাল (৪০), তাঁর তিন সন্তান নিহা (১৫), তানিয়া (৫) ও হাসান (১০), জামালের ভাই হেলাল (৩৫)। তাঁদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলেন, জামাল তাঁর ঘরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে ঘুম ভেঙে আগুন জ্বলছে দেখতে পান। মুহূর্তে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে যায় পাশাপাশি ১৮টি ঘর। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে জামাল ও তাঁর পরিবারের সদস্যরা দগ্ধ হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী মোহাম্মদ ইকবাল একখণ্ড জমি কেনার জন্য পোশাক কারখানায় চাকরি করে ৯০ হাজার টাকা জমিয়েছিলেন। সেই টাকা রেখেছিলেন নিজের ঘরেই। আগুনে বাড়িঘরসহ সব টাকাই পুড়ে গেছে। সকালে ঘর থেকে পুড়ে যাওয়া সেই টাকার কিছু অংশ পেয়ে জড়ো করেন ক্ষতিগ্রস্ত ইকবাল। এ সময় টাকাগুলো সামনে রেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

মোহাম্মদ ইকবাল বলেন, স্বামী-স্ত্রী দুজন চট্টগ্রাম হালিশহরের একটি কারখানায় চাকরি করেন। তাঁর বাড়ির পাশের এক প্রতিবেশী কিছু জমি বিক্রি করবেন। ওই জমি কেনার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। কিন্তু সেটা আর হলো না। ঘরে রাখা সঙ্গে শেষ সম্বলটুকুও পুড়ে গেল।

স্থানীয় রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মোহাম্মদ ইসহাক বলেন, আগুনে ১৮টি পরিবারের ঘর পুড়ে গেছে। এর মধ্যে একটি পরিবারের ৯০ হাজার টাকাও পুড়ে গেছে। আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মং সইনু মারমা বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। তার আগেই আগুন ছড়িয়ে ঘরগুলো পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত