কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি-ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সিএনজি ট্যাক্সির মাধ্যমে সংগঠিত ছিনতাইয়ের মতো অপরাধের প্রবণতা কমে আসবে বলে দাবি জানিয়েছে পুলিশ।
জানা যায়, আগামীকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে মইজ্জারটেক ট্রাফিক বক্সে বসছে সিএনজিচালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড বুথ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমার গাড়ি নিরাপদ প্রকল্পের উদ্যোগে নগরী ও কর্ণফুলীতে চলাচলরত বৈধ কাগজ-সংবলিত সব সিএনজিচালিত ট্যাক্সির মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে বৈধতা বিচার করা যাবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা ‘কিউআর কোড’ এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। পরবর্তী সময়ে যাত্রীরা ওই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক ও মালিক-সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।
নিবন্ধনের পর নিউম্যারিক আইডি, কিউআর কোডসহ একটি ফটোকপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে দেওয়া হবে। পরে ওই কপি গাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সহজে যাত্রীদের চোখে পড়ে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য ট্যাক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বন্দর ট্রাফিক কমিশনার শাকিলা সুলতানার নির্দেশে গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশুরা যাতে নিরাপদে অটোরিকশায় যাতায়াত করতে পারে সে জন্য ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে সিএমপি।
চট্টগ্রামের কর্ণফুলীতে সিএনজি-ট্যাক্সি সার্ভিস নিরাপদ করতে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় ট্রাফিক ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের এ বিষয়ে সচেতন করতে লিফলেট বিতরণ করেছেন। এ প্রকল্পের মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি সিএনজি ট্যাক্সির মাধ্যমে সংগঠিত ছিনতাইয়ের মতো অপরাধের প্রবণতা কমে আসবে বলে দাবি জানিয়েছে পুলিশ।
জানা যায়, আগামীকাল বুধবার সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের উদ্যোগে মইজ্জারটেক ট্রাফিক বক্সে বসছে সিএনজিচালিত অটোরিকশায় কুইক রেসপন্স (কিউআর) কোড বুথ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমার গাড়ি নিরাপদ প্রকল্পের উদ্যোগে নগরী ও কর্ণফুলীতে চলাচলরত বৈধ কাগজ-সংবলিত সব সিএনজিচালিত ট্যাক্সির মালিক ও চালকদের নির্দিষ্ট ফরম পূরণ করার মাধ্যমে বৈধতা বিচার করা যাবে। মালিক ও চালকদের সব তথ্য পুলিশ সার্ভারে জমা রেখে প্রত্যেককে একটি আলাদা ‘কিউআর কোড’ এবং নিউম্যারিক আইডি কার্ড প্রদান করা হবে। পরবর্তী সময়ে যাত্রীরা ওই আইডি অথবা কিউআর কোডটি স্ক্যান করে চালক ও মালিক-সম্পর্কিত সব তথ্য জানতে পারবেন।
নিবন্ধনের পর নিউম্যারিক আইডি, কিউআর কোডসহ একটি ফটোকপি প্রতিটি গাড়ির মালিক ও ড্রাইভারকে দেওয়া হবে। পরে ওই কপি গাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখতে হবে যাতে সহজে যাত্রীদের চোখে পড়ে। নারীসহ সব ধরনের যাত্রীর জন্য ট্যাক্সি দিনে-রাতে সব সময়ের জন্য নিরাপদ রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনচার্জ শেখ ফরহাদুজ্জামান বলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও বন্দর ট্রাফিক কমিশনার শাকিলা সুলতানার নির্দেশে গাড়ির চালক ও সাধারণ যাত্রীদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। নারী ও শিশুরা যাতে নিরাপদে অটোরিকশায় যাতায়াত করতে পারে সে জন্য ‘আমার গাড়ি নিরাপদ’ নামে প্রকল্প চালু করতে উদ্যোগ নিয়েছে সিএমপি।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৩ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৩ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে