Ajker Patrika

মঞ্চে ঠাঁই হয়নি সাবেক মেয়র সাক্কুর

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৬: ২৪
মঞ্চে ঠাঁই হয়নি সাবেক মেয়র সাক্কুর

কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে মঞ্চের বাইরে নেতা কর্মীদের নিয়ে অবস্থান করেছেন কুমিল্লা সিটির সাবেক দুবারের মেয়র ও বহিষ্কৃত বিএনপির প্রভাবশালী নেতা মনিরুল হক সাক্কু। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। 

এদিকে কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে দীর্ঘদিন ধরে নেতা কর্মীদের সংঘটিত করাসহ নানা তৎপরতা শুরু করেন সাক্কু। সমাবেশের দুদিন আগ থেকে কুমিল্লায় আসা অনেক নেতা কর্মীর থাকা খাওয়ার ব্যবস্থা করেন সাক্কু। 

মেয়র সাক্কুর ঘনিষ্ঠ কবির মজুমদার জানান, নেতা কর্মীদের প্রায় ১৫ হাজার গেঞ্জি-টুপি দেওয়া হয়েছে। তার সকল নেতা কর্মীদের নিয়ে মাঠের পূর্ব পাশে অবস্থান নিয়েছেন। 

সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়ায় দল আমাকে বহিষ্কার করে। আমি বিএনপিকে ছাড়িনি। মরার আগ পর্যন্ত বিএনপি করে যাব। আমি তারেক রহমানের নিকট আবেদন করেছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন। সমাবেশ সফল আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আমি যেহেতু বহিষ্কৃত তাই নেতা কর্মীদের নিয়ে মাঠে অবস্থান করছি।’ 

এদিকে কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা (কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তর ও মহানগর শাখা), চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি শাখা বিএনপির উদ্যোগে এ বিভাগীয় সমাবেশ হচ্ছে। এটি বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ইয়াছিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দিচ্ছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত