কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভসংলগ্ন নৌঘাটে মাদককারবারিদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় তিন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে শাহপরীর দ্বীপ কোস্ট গার্ডের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের তুলাতলী নৌঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা মো. ইলিয়াস (৩০), নুর মোহাম্মদ (৬১) ও আব্দুল শুক্কুর (৪০)। এর মধ্যে গুলিবিদ্ধ আব্দুল শুক্কুরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, সাগরপথে মাদকের একটি চালান উপকূলীয় এলাকা দিয়ে ঢুকবে। এ তথ্যের ভিত্তিতে অভিযানে নামেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাকে সন্দেহজনক হলে থামার সংকেত দিলে পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকার গতি বাড়িয়ে গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় কোস্ট গার্ডের সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।
গোলাগুলিতে আব্দুল শক্কুর নামের একজন গুলিবিদ্ধ হন। পরবর্তী সময়ে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে নৌকাটি আটক করতে সক্ষম হন। এ সময় চার মাদককারবারি সাগরে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করা সম্ভব হয়নি। পরে গুলিবিদ্ধ ইয়াবা পাচারকারীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
হারুন-অর-রশীদ আরও বলেন, নৌকাটি তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, চারটি তাজা গোলা এবং ৩০ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান কোস্ট গার্ডের ওই কর্মকর্তা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান ও তাঁর স্ত্রী গাজী রেবেকা রওশনের বিও হিসাব (শেয়ারবাজারে লেনদেনের জন্য বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট) ও শেয়ার এবং ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ
২ মিনিট আগেওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বরিশালের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য শহরের আশপাশের খালগুলো খনন করা হবে। এ ছাড়া বরিশাল-বানারীপাড়া সন্ধ্যা নদীর ওপর সেতু, নথুল্লাবাদ থেকে দপদপিয়া ব্রিজ পর্যন্ত বাইপাস সড়ক, বরিশালের গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ এবং একটি উন্নতমানের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণে
৮ মিনিট আগেমানিকগঞ্জের আওয়ামী লীগের নেতা আবদুর রহিম খানকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাঁকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে মামলার প্রয়োজনীয় নথি না থাকায় আমলি আদালত শুনানি রেখে আসামিকে কারাগারে পাঠান।
২৯ মিনিট আগেবগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর রহমান (৪০) চিকিৎসা নিয়ে আজ সোমবার সন্ধ্যায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তাঁর ছেলে আহসান হাবিব। মতিউর নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা। তিনি একসময় অটোরিকশার চালক থাকলেও
৩১ মিনিট আগে