চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিএনএম’র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে চরিত্রহরণের অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গোপাল চন্দ্র রায় শোকজ নোটিশটি দেন। একই সঙ্গে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, গত সোমবার বিকেল ৫টার দিকে দ্বারিয়াপুর হাট এলাকায় বিএনএম’র মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিনের সমর্থনে জনসমাবেশ করে সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে মানহানিকর এবং চরিত্র হরণ করে বক্তব্য দিতে দেখা যায় মেয়রকে। যা একটি গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ হয়। মানহানিকর এবং চরিত্র হননকারী বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে কেন শাস্তি দেওয়া হবে না এই মর্মে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়।
মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে বিএনএম’র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়ে সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়ে চরিত্রহরণের অভিযোগ উঠেছে মেয়রের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান গোপাল চন্দ্র রায় শোকজ নোটিশটি দেন। একই সঙ্গে আগামীকাল বুধবার বিকেল সাড়ে ৩টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, গত সোমবার বিকেল ৫টার দিকে দ্বারিয়াপুর হাট এলাকায় বিএনএম’র মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিনের সমর্থনে জনসমাবেশ করে সংসদ সদস্য আব্দুল ওদুদের বিরুদ্ধে মানহানিকর এবং চরিত্র হরণ করে বক্তব্য দিতে দেখা যায় মেয়রকে। যা একটি গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ হয়। মানহানিকর এবং চরিত্র হননকারী বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে কেন শাস্তি দেওয়া হবে না এই মর্মে আগামীকাল বিকেল সাড়ে ৩টায় নির্বাচন অনুসন্ধান কমিটির দপ্তরে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে বিক্রির জন্য গ্যাস সিলিন্ডারগুলো রাখা ছিল। এগুলো মূলত গৃহস্থালি ও থ্রি-হুইলার চালকদের কাছে বিক্রি করা হতো। বুধবার দুপুর আড়াইটার দিকে হঠাৎ করেই একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
২৫ মিনিট আগেঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পূর্ব বেগুনবাড়ি নতুনপাড়া গ্রামের রামদাড়া নদীর ওপর নির্মিত প্রায় চার দশকের পুরোনো একটি সেতু এখন এলাকাবাসীর আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সেতুটি নড়বড়ে হয়ে পড়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ।
৩৯ মিনিট আগেসকাল সাড়ে ৭টা। সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার সামনের আঞ্চলিক সড়ক ধীরে ধীরে ভরে উঠতে থাকে ধান ও সরিষার বস্তায়। আশপাশের চরাঞ্চল থেকে আসা কৃষকেরা নৌকা বা ভ্যানগাড়িতে করে ধান নামাতে থাকেন আর ব্যাপারীরা দরদামে ব্যস্ত। কয়েক ঘণ্টার মধ্যে রাস্তাটি পরিণত হয় বড়সড় হাটে। কেনাবেচা চলে দুপুর পর্যন্ত।
৭ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কারের ছয়টি প্রকল্পের কাজ পেয়েছেন ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা অলি আহাম্মেদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এসব প্রকল্পের মধ্যে পাঁচটিতে বরাদ্দ দেয় ১০ কোটি ৪৭ লাখ ২৯ হাজার টাকা। মোট সড়কের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার।
৭ ঘণ্টা আগে