Ajker Patrika

চাঁদপুরে একদিনে রেকর্ড ১৬৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরে একদিনে রেকর্ড ১৬৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২

চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ২ জন। মৃতরা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল। 

মৃতরা হলেন, উপজেলার মমিনপুর গ্রামের খুরশিদা বেগম (৬০) ও উপজেলার হাটিলা এলাকার সাজেদা বেগম (৫৫)। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ১৪৬ জন। 

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ভাষাবিদ এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাবে ২৭৬টি নমুনার মধ্যে ৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া র‍্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে ১৪৮টি নমুনার মধ্যে ৭০টি করোনা পজিটিভ এসেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৩৪৩ জন। এতে শনাক্তের হার ৩৯ দশমিক ৮৫ শতাংশ। যা চাঁদপুরে চলতি বছরে সর্বোচ্চ করোনা শনাক্তের নতুন রেকর্ড তৈরি করেছে। 
 
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪৯ জন, মতলব দক্ষিণের ৫ জন, হাজীগঞ্জের ১৯ জন, ফরিদগঞ্জের ২৯ জন, হাইমচরের ৭ জন, কচুয়ার ১৯ জন, শাহরাস্তির ২৩ জন ও মতলব উত্তরের ১৮ জন রয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫ জন। তাঁদের মধ্যে চাঁদপুর সদরের ৩১ জন, মতলব উত্তরের ৯ জন, মতলব দক্ষিণের ৭ জন, ফরিদগঞ্জের ৩ জন, হাজীগঞ্জের ৩ জন, কচুয়ার ৪ জন, হাইমচরের ২ জন ও শাহরাস্তির ৬ জন রয়েছেন। 

এখন পর্যন্ত উপজেলায় মোট মৃতের সংখ্যা ১৪৬ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৬৫৯ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ৩৫ জন। বাকিরা হোম আইসোলেশনে রয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত