Ajker Patrika

চাঁদপুরে আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত  

প্রতিনিধি
চাঁদপুরে আরও ১৫ জনের শরীরে করোনা শনাক্ত  

চাঁদপুর: চাঁদপুরে আরও ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বুধবার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

শনাক্তদের মধ্যে রয়েছেন- চাঁদপুর সদর উপজেলার আটজন, ফরিদগঞ্জের একজন, হাজীগঞ্জের দুজন, মতলব দক্ষিণের দুজন, কচুয়ার একজন ও শাহরাস্তির একজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৬৬ জনে। 

একই সাথে নয়জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। করোনামুক্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ছয়জন, হাইমচরের একজন, ফরিদগঞ্জের একজন ও হাজীগঞ্জের একজন রয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন, ৪ হাজার ৩৫৬ জন এবং মারা গেছেন, ১২২ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন, ২৮৮ জন। চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন, ১৫ জন। বাকিরা হোম আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন, সিভিল সার্জন অফিস।  

সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা গেছে, গতকাল মঙ্গলবার মোট ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আজ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত